শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
প্রেস রিলিজ
করোনা পরিস্থিতি মোকাবেলায় গরিব ও শ্রমজীবি মানুষের মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের ত্রাণ বিতরন কর্মসূচী গ্রহণ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬/০৩/২০২০খ্রি: হতে ০৪/০৪/২০২০খ্রি: পর্যন্ত দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে গরিব, দিন মজুর, নি¤œ আয় ও শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে পারছেনা। এ ধরনের শ্রেণী ও পেশার মানুষের সাহায্যার্থে আগামী ৩০/০৩/২০২০খ্রি: হতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে আগামীকাল সোমবার ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরনের জন্য জেলার ১৬টি থানা এলাকার অফিসার ইনচার্জ এর নিকট প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এসএম রশিদুল হক, পিপিএম-সেবা এর নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব একেএম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর) জনাব মোঃ জাহাংগীর বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এ ধরনের ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।
মহিউদ্দিন মাহমুদ সোহেল
অতিরিক্ত পুলিশ সুপার
এবং
মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা
জেলা বিশেষ শাখা, চট্টগ্রাম।
ফোন: ০৩১-৭২৬৮৬৯, ফ্যাক্স: ০৩১-৭২৬৮৬৬