বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
নীলফামারীতে ব্যাপক আয়োজনে সরস্বত্তী পুজা উদযাপন
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
বেদ মত্র পাঠ ও ঢাকের বাজনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারী জেলার ছয়টি উপজেলায় দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শ্রী শ্রী সরস্বতী পুজা উদযাপন করা হয়।
পুরোহিত বীরবল চক্রবর্তী জানান,হিন্দু ধর্মাবল্বীরা সরস্বত্তীকে বিদ্যা অর্জনের দেবী হিসেবে বহুকাল ধরে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথীতে এ পূজা করে থাকে। সবার মঙ্গল কামনায়। আরো বলেন
ঢাকের বাজনা,শংখ ধনীর আওয়াজ ও বেল পাতার অঞ্জলির মধ্যদিয়ে এ পুজোর সমাপ্তি ঘটে।
কথা হলে জেলার পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র রায় (প্রধান শিক্ষক) বলেন এবারে জেলায় দুই হাজারের অধিক স্থানে সরস্বতী পুজা আনুষ্ঠিত হচ্ছে।নির্দেশনা ও পুজোর বিধি সামঞ্জস্য পূর্ন রেখে মন্ডব কমিটির সভাপতি ও সম্পাদক কে পুজোর উৎসব পালনের নির্দেশনা দেয় হয়েছে। শেষে বেশ কিছু পুজোয় আরতি প্রতিযোগীতার অনুষ্ঠানে পুরস্কারে ব্যবস্থা রাখা হয়েছে।