রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক উই প্রকল্পের শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত
যশোর জেলা প্রতিনিধি মিজানুর রহমান
যশোরের ঝিকরগাছা উপজেলায় নারীর অধিকারের উপর শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে সদর ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (২৫ জানুয়ারী) দুপুর ১২টার সময় মহিলা সিএসওএস স্কুলে জেন্ডার সমতা ও নারী অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে জন সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওহিদুজ্জামান ।
ঝিকরগাছা উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনে সভাপতি মাফরুহা আকবর শিল্পীর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সদস্য নাহিদ হাসান উজ্জল, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনির, রিজিওনাল কো অর্ডিনেটর কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাসনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আখতার, ফয়জুল ইসলাম সহ আরো অনেকে।