রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
হালিশহর একাদশ ক্লাবের উৎসাহ মূলক ফুটবল ম্যাচে লাল দল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক হোসেন বাবলা:২২জানুয়ারী
কিশোর – যুবদের ঘরোয়া প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচে রাহাতের লাল দল চ্যাম্পিয়ন।
আজ রোববার বিকেলে সিডিএ বালুর মাঠে লাল দল ট্রাইবেকারে আকাশী সবুজ দল কে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২গোলে ড্র ছিল। ৩ দলের এই টুর্নামেন্টে রানার্স আপ -তামীমের আকাশী সবুজ দল,সেরা সুশৃংখল আমীরের নীল দল।টুর্ণামেন্টের উদীয়মান খেলোয়াড় রিফাত উল্লাহ, ফাইনালে সেরা খেলোয়াড় শাহরিয়ার ইমন, সেরা গোলদাতা মোঃ রবিন।এছাড়া উৎসাহিত খুদে ফুটবলার কামরুল ইসলাম ওয়াছি ও মোঃ সামির মেডেল পুরস্কার অর্জন করেছে।
খেলা শেষে উভয় টিমের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের আহ্বায়ক ও ক্রীড়া-সংস্কৃতি সংগঠক সাংবাদিক মু বাবুল হোসেন বাবলা। এসময় উপস্থিত ছিলেন খেলোয়াড়দের অভিভাবক মোঃ গোলাম সারওয়ার, মোঃ মামুন খান, সিনিয়র ডিভিশনের খেলোয়াড় ও সহকারী কোচ মো: মামুন।