রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
নীলফামারীতে গীতা স্কুলের শুভ উদ্বোধন
নীলফামারীর পাঁড়ঘাট আলোর বাজারে গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২০ শে জানুয়ারী নীলফামারী সদর
লক্ষীচাপ ইউনিয়নে আলোর বাজার গীতা স্কুল কমিটির আয়োজনে একই স্থানে দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। বাবু গলিরাম চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা হিন্দু মহাজোটের সংগ্রমী সভাপতি জুয়েল রায়,বিশেষ অতিথি ডোমার মহিলা কলেজের প্রভাষক দুলাল চন্দ্র রায়,ডোমার বেদপ্রভা সনাতন মন্দিরের সভাপতি সুজন চন্দ্র রায় প্রমুখ। আরো ছিলেন হিন্দু কল্যান ট্রাষ্টের প্রশিক্ষক পুরোহিত ও সেবাইত সুজন চ্যাটার্জী।
এ সময় কালে আরো উপস্থিত ছিলেন নীলফামারী আলোর বাজার স্কুল কমিটির সভাপতি জ্যোতিষ অধিকারী ও এলাকার সনাতনী সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে অনুষ্ঠানে উপস্থিত সনাতনী ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে মহামুল্যবান ধর্মীয় বেদ গ্রন্থ গীতা বিনামূল্যে বিতরণ করা হয়।