শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
শত্রুতা করে মাহফিলের গেটে আগুন
মোঃ শিমুল হোসেন
নোওয়ালী মনিরামপুর যশোর
যশোর জেলার মনিরামপুর নোওয়ালী যুব সংঘের উদ্যোগে নোয়ালী বড় মসজিদে মাহফিলের আয়োজন করে। আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য মাহফিলের জন্য তৈরি করা গেটে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কে বা কারা, এতে এলাকার ধর্মপ্রান মুসলমানদের ভিতর তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,কাজটা খুবই নগন্য, যে বা যারাই কাজটা করেছে তারা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, ধর্মীয় কাজে শত্রুতা, মাহফিল বন্ধের জন্য যারাই এর সাথে জড়িত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,
মাহফিল আয়োজক কমিটির অমিত হাসান বলেন, যারা এই নগন্য কাজ করেছে মাহফিল বন্ধের জন্য, আমরা আল্লাহ রব্বুল আলামীন এর রহমতে আগামী ২৪শে জানুয়ারি মাহফিল সফল করব ইনশাআল্লাহ, শত চেষ্টা করে মাহফিল বন্ধ করতে পারবে না তারা।