শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
মিতালী ট্রেনের ইঞ্জিন রূপসা এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ প্রানে বেঁচেগেল ট্রেনের যাত্রী
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমার চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার(১৭জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় গরুতর ভাবে আহত হন ট্রেনের চালক।
স্থানীয় সুত্র মারফত জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়।
চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, ঘটনাস্থলে ট্রেনের চালক আহত হন তাকে চিকিৎসার জন্য স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে গুরুতর আহতের ঘটনা না ঘটলেও কেন এমন ঘটনা ঘটে গেল জানার আকাংখা জেগেছে অনেকের।