রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
নীলফামারীতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারে ট্রেনের ইঞ্জিনে কাটা পরল মহিলা
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনে কাটা পরে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
ঘটনা ১৮ ই জানুয়ারী বুধবার সকাল সারে সাতটায় নীলফামারী খয়রাত নগর রেল স্টেশনের অ-রক্ষিত রেল ক্রসিং স্থানে ঘটে। মৃত ১১ নং সোনারায় ইউনিয়নের বেড়াকুটি গ্রামের পলাশ চন্দ্র (কামনী) রায়ের স্ত্রী নয়নঞ্জলী রানী রায় (২৬)। মৃতের ভাই সুমন ও প্রত্যক্ষ দর্শীরা জানান ভোরের কুয়াশায় কোম্পানীতে কাজের উদ্দেশ্য সারে সাতটার সময়ে পশ্চিম দিক হতে পূর্বের দিকে অটোরিকশায রেললাইন পারাপার হচ্ছিল। এমন সময় শুধু একটি ট্রেনের ইঞ্জিন সৈয়দপুর হতে নীলফামারী অভিমুখে আসতে ছিল। কুয়াশায় দেখতে না পেয়ে এই দুর্ঘটনাটি ঘটে।আহত অটোচালক মাঈনুল ইসলাম আসংঙ্কা জনক অবস্থা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন। তার বাড়ি জয়চন্তী এলাকায়। মৃত অঞ্জলী ইপিজেডের একজন গার্মেন্টস কর্মী ছিল ।প্রান্ত নামে তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান আছে।
কথা হলে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশে উপ
পরিদর্শক শাফিউল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করেন এবং বলেন লাশ উদ্ধার করে পরিবারের দাফন করার জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।