রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
নীলফামারীতে দুধর্ষ বাড়ি চুরি
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে পাঁকা বাড়ি চুরির খবর জানা গেছে।ঘটনা নীলফামারী সদর কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।
১৬ ই জানুয়ারী সোমবার দিবাগত রাত
আনুমানিক একটা ত্রিশ মিনিট সময়ে । ঐ ইউনিয়নে চেয়ারম্যান পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ফয়জুল ইসলামের পাকা ঘরের দরজা খুলে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার থেকে নগদে আলু ও ধান বিক্রির ১১ লক্ষ ২০ হাজার টাকা, তিন ভরি স্বর্নালংঙ্কার ও দুই লক্ষ টাকা সমমুল্যের এ্যাপাচি মোটর সাইকেল চুরি করে চোরের দল । তিনি বলেন প্রতিদিনে ন্যায় রাতের খাবার খেয়ে আমার নিজের নিজের রুমে গিয়ে বিছানায় ঘুমিয়ে পরি।পরে টের পেলে ৭/৮ জনের মুখোশ পড়া চোরের দল আমাকে প্রচন্ডভাবে লাঠিদিয়ে আঘাত করে পালিয়ে যায় । পরে স্বাভাবিক ভাব হলে ঘরের আলমারী ড্রয়ার দেখি খোলা, ধান,আলু বিক্রির এগারো লক্ষ টাকা, তিনভরি ওজনের স্বর্নের গহনা সেগুলো ড্রয়ারে নেই।চুরি করে নিয়ে গেছে চোরের দল।
১৭ ই জানুয়ারী মঙ্গলবার ফয়জুল ইসলাম বিকেল বেলা নীলফামারী সদর থানায় এসেছিলাম চুরির বিষয়ে একটি অভিযোগ দ্বায়ের করেন।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন আমার একটু কনফিউশ মনে হচ্ছে, এতগুলো টাকা সুকেসের ড্রয়ারে রাখবে কেন? যেহেতু অভিযোগ পেয়েছি আমরা লেগে আছি তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।