বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
এ কেমন শত্রুতা নীলফামারীর ডোমারে পুকুরে বিষ প্রয়োগে আড়াই লক্ষ টাকার মাছ নিধন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে পুকুরে বিষ প্রয়োগে
মাছ নিধন করা হয়েছে।
মঙ্গলবার ১০ ই জানুয়ারী দিবাগত রাতে
বিষ প্রয়োগে আড়াই লক্ষ টাকার মাছ নিধন করেছে।
ঘটনা ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নে সাবেক মৃত ধরনী চেয়ারম্যানের শিক্ষক ছেলে জগদীশ চন্দ্র রায় এর পুকুরে । তিনি বলেন রাতের আধারে কে,বা কাঁহারা আমার দুই একর জমিনের পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকালে ঘুমথেকে উঠে দেখি সম্পর্ন পুকুরের পানিতে মরা মাছ ভেসে ভেসে উঠছে। মাছ গুলো রুই,কাতলা,হাঙ্গেরী ,তেলাপিয়া,পুটিকাপ সহ বিভিন্ন জাতের । এক একটি মাছের ওজন নিম্নে দুই শো গ্রাম হতে চার কেজি পর্যন্ত। নিম্নে আড়াই হতে তিনলক্ষ টাকার উপরে আমার ক্ষতি হয়ে গেল। ২০ মনে উপরে কিছু মরা মাছ ডোমার বাজারে পানীর দামে বিক্রি করি।তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি।
বার বার ফোন দিয়ে ও ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ ফোন রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে পূর্বের মৎস কর্মকর্তা আংঙ্গুরী বেগম সাথে কথা হলে তিনি বলেন, আমি অসুস্থ কোয়ারাইন্টিনে আছি। পানী ও মাছের পরীক্ষা বা টেস্ট না করে মন্তব্য করা ঠিক না। তবে পুকুরের তলানিতে গ্যাস হওয়ায় ও মাছের ঘনত্ব বেরে যাওয়ায় বিভিন্ন কারণে পুকুরের মাছ মরেযেতে পারে।