শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যর মৃত্যু
সত্যেন্দ্রাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে হৃদয় শাহ (২৮) নামে এক সাবেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঘটনা ৯ জানুয়ারী সোমবার বিকাল পাঁচটার সময় সৈয়দপুর পার্বতীপুর অরক্ষিত রেল ক্রসিং স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নীলফামারী সদর সোনারায় সংঙ্গলশী ইউনিয়নের ঘাটপাড়া গ্রাম এলাকার মোকছেদুল হকের ছেলে হৃদয় শাহ্ (২৮)।
প্রত্যক্ষ দর্শী রহিম শেখ জানান মোটরসাইকেল যোগে শহর ঢোকার সময় অরক্ষিত রেল ক্রসিং
অতিক্রম করছিল। এ সময় পারবর্তীপুর থেকে চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে পাশের একটি ডোবায় ছিটকে পরে। ঘটনা স্থলেই সে মারা যায়। সাথে থাকা তারই স্ত্রী রওনক জাহান (২৬) গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত হৃদয় শাহ্ বছর খানেক পূর্বে ডোপটেষ্টে তার চাকরি হারান ।