শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
নীলফামারী ডোমারে জাইকা প্রধান মিঃ তোমোহিদি হিচিগুচি
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধি
ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের
বাবুর দলা ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (২য় ফেজ) প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান প্রতিনিধি মিঃ তোমোহিদি ইচিগুচি।
শনিবার ৭ ই জানুয়ারী বিকেল ৪ টার সময় ডোমার উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের বাবুর দলা ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন(২য় ফেজ)প্রকল্পের উপ প্রকল্পের কাজ পরিদর্শন কালে জাইকা প্রধান প্রতিনিধি সাংবাদিকদের বলেন জাপান বাংলাদেশ সরকারের পাশে সবসময় থাকবে। তাছাড়া জাইকার সহযোগিতায় বাংলাদেশে মেট্রোরেল,হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল,কাঁচপুর ব্রীজসহ ১৩০ টি বড় বড় অনেক ব্রীজ নির্মান করেছে।
তিনি আরো বলেন এই প্রকল্প বাস্তবায়ন হলে
এই এলাকার ৪ শত ৭ শত হেক্টর জমি সেচের আওতায় আসবে। জমি গুলোতে তিন হতে চার ফসলী চাষাবাদ করা যাবে। প্রকল্প আকারে ব্যপক ভাবে মাছ চাষ করা যাবে।
পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন নীলফামারীএলজিইডি প্রকৌশলী সুজন কুমার কর,প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সাঈদ মো.শাইদুর রহমান,নীলফামারী জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রসিডেন্ট সভাপতি শফিকুল ইসলাম ডাবলু,ডোমার উপজেলা এলজিইডি প্রকৌশলী মোস্তাক আহমেদ।
উল্লেখ্য যে ৩১ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৬১৮ টাকা ব্যায়ে বোড়াগাড়ী চেকাডারা নদীর খনন প্রকল্পের কাজ দ্রুত চলছে।