বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে জমির ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃ প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহনে জমির নায্য মূল্য না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ১১টি কৃষক পরিবার। তাদের দাবী জমির ন্যায্য মূল্যে না পেলে জীবন দিবো তবু জমি দিবো না।
শনিবার(৭ জানুয়ারী) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আব্দুল জব্বার।
বক্তব্যে জানানো হয়, ডোমার উপজেলার বড়রাউতা মৌজার ডোমার-পঞ্চগড় হাইওয়ে সড়কের পাশে ইউনিয়ন পরিষদ বাজার সংলগ্ন জমিতে পাওয়ার গ্রীড উপকেন্দ্র নির্মানে ৪.৯৭ একর জমি অধিগ্রহনের জন্য ৪ ধারা নোটিশ প্রদান করা হয়। আমরা ১১টি পরিবার গত ২১ সালের ১৭ অক্টোবর আপত্তি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানাই এবং শুনানিতে অংশগ্রহন করি। তারা বলেন, যে সব জমি অধিগ্রহন করা হবে সে সব জমির বর্তমান বাজার মূল্যে শতক প্রতি দুই লক্ষ টাকা বেচা কেনা হচ্ছে। কিন্তু আমাদের জমির শতক ১২ হাজার টাকা করে দেওয়ার জন্য ৮ ধারা নোটিশ জারী করা হয়। উক্ত এলাকার সর্বোচ্চ দলিলের মূল্য শতক প্রতি এক লক্ষ ৬১হাজার টাকা রেজিষ্ট্রি করা হলেও আমাদের জমির ন্যায্য দাম না দিয়ে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা বিভাগীয় কমিশনারের শুনানিতেও অংশগ্রহন করে জমির বর্তমান মূল্য তুলে ধরলেও আমাদের দাবী মানা হয়নি। এ নিয়ে আমরা বিভিন্ন দফতর ও সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করি। জমির ন্যায্য মূল্য না পেলে ১১টি পরিবার বড় ধরনের ক্ষতিগ্রস্থ হবো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা আরো জানান, জমির প্রকৃত মূল্য না পেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো এবং কোন অবস্থাতেই জমি হস্তান্তর করবোনা। প্রয়োজনে জীবন দিবো তবু জমি দিবো না।