রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
রুদ্রপাল সমিতির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
শাহনাজ পারভীন,চট্টগ্রামঃ-
বাংলাদেশ রুদ্রপাল সমিতির চট্টগ্রাম দোস্ত বিল্ডিং কার্যালয়ে ০৬ জানুয়ারী ২৩ খ্রিঃ তারিখে সকাল ১১.০০ ঘটিকায় সংগঠনের উপদেষ্টা সুনিল চন্দ্র পাল এর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাধন বিকাশ পাল এর সঞ্চালনায় কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।সভায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্গীয় অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র এর স্মৃতি সরণ করে প্রয়াত সকলের জন্য ১মিনিট নিরবতা পালন করেন।এতে সম্পাদকীয় প্রতিবেদনে প্রেস করেন সমিতির মহা
সচিব মিলন রুদ্র ও সহ-মহাসচিব ললিত মোহন রুদ্র, অডিট প্রতিবেদন প্রেস করেন অর্থ সচিব স্বপন রুদ্র, শিক্ষা কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন শিক্ষা সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার অমল রুদ্র, সাংগঠনিক প্রতিবেদন প্রেস করেন সাংগঠনিক সচিব আশিষ কুমার রুদ্র, এতে আরো বক্তব্য প্রদান করেন প্রচার ও প্রকাশনা সচিব অধ্যাপক কমলেন্দু বিকাশ রুদ্র, দপ্তর সচিব ডাঃ শিমুল রুদ্র, ধর্ম ও সাংস্কৃতিক সচিব সমীরন রুদ্র,সমাজ অনুসাশন সচিব মন্টু বিকাশ রুদ্র, অডিটর নারায়ন চন্দ্র পাল, সহ- প্রচার ও প্রকাশনা সচিব স্বপন রুদ্র,সহ-দপ্তর সচিব পরান কৃষ্ণ রুদ্র, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সত্যনন্দ পাল,কুমিল্লা জেলার সভাপতি সুনিল চন্দ্র পাল, ফেনী জেলার সভাপতি পরিমল পাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রিয়নাথ রুদ্র, উত্তর জেলা সাধারণ সম্পাদক গোপাল রুদ্র,লক্ষীপুর জেলার সহ-সভাপতি বিশ্ব নাথ পাল,দক্ষিণ জেলার শিক্ষা সম্পাদক রাখাল রুদ্র, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আশিষ পাল দপ্তর সম্পাদক রনজিৎ রুদ্র প্রমূখ। এতে শিক্ষা সচিব বলেন শিক্ষাকে বেগবান করতে পারলে জাতি শিক্ষিত ও উন্নত হবে তখন সমাজকে সুন্দর ও সুসংগঠিত করতে সহজ হবে এবং শিক্ষা বৃত্তি প্রদানে সকলের সহযোগীতা কামনা করেন।