শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
নীলফামারীতে ১০০ শো বোতল ফেন্সিডিল সহ
মা ছেলে আটক
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারীঃপ্রতিনিধিঃ
নীলফামারীতে একশো বোতল ফেন্সিডিল সহ মা ছেলে কে আটক করেছে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
ঘটনা বুধবার (৪ জানুয়ারী)বিকেল বেলা নীলফামারী জলঢাকা রোড বাদিয়ার মোর নামক স্থানে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক কৃত ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ইউনিয়নের দক্ষিণ গোমনাতি এলাকার মনঞ্জুর আলমের স্ত্রী মমিনা খাতুন (২৭)ও মনঞ্জুর আলমের ছেলে আব্দুল খালেক (১৮)।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী
সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান গোপন সংবাদ ছিল আমাদের কাছে। অটোরিকশার পিছন ছিটে বসাছিল তারা।তাদের বহন করা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। হাতিবান্ধা হতে নীলফামারী আসতে ছিল তারা।
দুইজনে একে অপরের সৎ মা ও ছেলে।