বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
চট্টগ্রামে প্রিমিয়ার দাবায় অপরাজিত
চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব,রানার্স আপ আবেদীন ক্লাব
ক্রীড়া প্রতিবেদক হোসেন বাবলা::০৪জানুয়ারী
চট্টগ্রাম জেলা ক্রীড়া সমিতি দাবা কমিটির আয়োজনে ও এ কে এম ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ২০২২-২৩ এর ৭ম রাউন্ডে খেলা শেষে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১৩ম্যাচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর ৭ম রাউন্ডের শেষ খেলায় চট্টগ্রাম বন্দর কে ১১পয়েন্টে নিয়ে আবেদীন ক্লাব রানার্স আপ হবার গৌরব অর্জন করে ।
লিগে লিটল ব্রাদার্সকে ৩য়স্থান আর পাচলাইশ যুব সংঘ ৪র্থ এবং বাকলিয়া একাদশ ৭ পয়েন্ট নিয়ে ৫ম স্থান,পাথরঘাটা দুর্বার সাংস্কৃতি গোষ্টি ৬ষ্ট । লিগে আগ্রাবাদ কমরেড ও বন্দর কতৃপক্ষ সমিতি প্রথম বিভাগে অবনমন হয়েছে। তারা আগামীতে প্রথম বিভাগে নেমে গেলেন।
০৪জানুয়ারী, বুধবার ৭ম রাউন্ডে খেলা শেষে প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাঃসম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক দাবা সংগঠক মিসেস মাহামুদা হক চৌধুরী মলি,স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল কাদের, বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম।
দাবা কমিটির সভাপতি,অধ্যাপক আলেক্স আলিমএর সভাপতিত্বে ও দাবা সম্পাদক মিসেস তনিমা পারভিনের সঞ্চালনায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিদে মাষ্টার আব্দুল মালেক,দাবা কমিটির যুগ্ন সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু,সদস্য আলী কায়সার,সৈয়দ আব্দুল আহাদ,কামরুল ইসলাম।
জাতীয় চ্যম্পিয়ান গ্রান্ড মাষ্টার এনামুল হোসেন রাজীব,জাতীয় রানারআপ মাষ্টার ফাহাদ রহমান, জাতীয় দাবাড়ু সি এম মনন রেজা নীড়, ফিদে মাষ্টার সুব্রত বিশ্বাস, ,ফিদে মাষ্টার মাহফুজুর রহমান ইমন,সি এম সোহেল চৌধুরী, ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড় সুব্ররদীপ্ত দাশসহ মোট ৪৪জন দাবাড়ু অংশগ্রহণ করেছে।
দাবা লীগে চীফ আরবিটার হিসেবে ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক ও ডেপুটি হিসেবে ফিদে আরবিটার মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন দায়িত্ব পালন করছেন।