সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
নীলফামারীতে সড়কে প্রানগেল এস এস সি পাশ শিক্ষার্থীর
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধিঃ
নীলফামারীতে দিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনা নীলফামারী সৈয়দপুরে ১ পহেলা জানুয়ারি রবিবার ঢেলাপীড় নামক স্থানে। তিনটার সময় । কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনা স্থলেই দিয়া আক্তারের মৃত্যু ঘটে (১৬)।মৃতের বাড়ি খানসামা উপজেলা সুবর্ণখুলি গ্রামের দুলাল হোসেনের মেয়ে।পরিবার চলছে শোকের মাতম। পুলিশ ও এলাকা বাসী জানায় খানসামা রয়েল ষ্টার স্কুল এ্যান্ড কলেজ থেকে এবারে এস এস সি পরীক্ষায় ভালো রেজাল্ট করে দিয়া। পাশ্ববর্তী টংগুয়া গ্রামের সহপাঠী আশিকুরের ছেলে সোহাগের সাথে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো।ফেরার পথে ঢেলাপীড়
নামক স্থানে তাদের মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনা স্থলেই
দিয়ার মৃত্যু ঘটে। এতে সাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সৈয়দপুর একশ শয্যা হাসপাতালে ভর্তিকরা হয়।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন ময়নাতদন্ত শেষে
পরিবারের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।