শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
নীলফামারীর সৈয়দপুর হতে দুটি গরু চুরি
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে গোয়াল ঘরের তালা ভেঙে নূর মোহাম্মদ নামে এক কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
ঘটনা শুক্রবার দিবাগত রাতে শহরের ইসলামবাগ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। গরুর মালিকের দাবি চুরি যাওয়া গরু দুটির মূল্য চার লাখ টাকা ।
নূর মোহাম্মদ জানান, প্রতিদিনের মতো ওই রাতে গোয়াল ঘরে গরুগুলো রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরে থাকা দুটি গরু নেই। এবং আরো জানান, চুরি যাওয়া গাভী গুলো ফ্রিজিয়ান জাতের।
নূর মোহাম্মদের মা মোছা.পারভিন বলেন, ‘ওই গরু দুটির দুধ বিক্রি করে সংসার চলে। কিন্তু গরুগুলো চুরি হওয়ায় আমার এখন দিশেহারা। এখন সংসার কিভাবে চলবে জানিনা।’
সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম বলেন, গরুর চুরির বিষয় অভিযোগ পেয়েছি। চোর চক্রটিকে ধরার জন্য এরই মধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত চোরদের শনাক্ত ও গরু উদ্ধার করতে পারব।