Channel69tv.net.bd
- বুধবার ২৮ ডিসেম্বর, ২০২২ / ১২৮ জন দেখেছে
গনমাধ্যমকর্মি হোসেনের পিতা মোঃ আমিনুল হক বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ডেক্স নিউজঃ- ২৭ শে ডিসেম্বর
নগরীর ৩৮ নং ওয়ার্ডের বাসিন্দা আমির খান মিস্ত্রির বাড়ির মরহুম আব্দুর রশিদের দ্বিতীয় পুত্র মোঃ আমিনুল হক বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মঙ্গলবার রাত ৯ টায় ইন্তেকাল করেছেন। পরিবারীকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে সাংবাদিক হোসেন।
সাংবাদিক হোসেনের পিতা মোঃ আমিনুল হকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাসহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া আসে।
স্বদালাপি মিষ্টি ভাষি আমিনুল হক বর্ণাঢ্য জীবনে সমাজের সর্দার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি অসহায় মানুষের সুখে দুঃখ পাশে ছিলেন।
মৃত্যুর খবর শোনার পর তাকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়িতে এলাকার শত শত মানুষ ভিড় জমায়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ,ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিম ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ শওকত আকবর।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৬ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে পরপারে পাড়ে জমালেন আমিনুল হক।
আগামীকাল সকাল ১০ টায় স্থানীয় নিশ্চিন্তা পাড়া জামে মসজিদে ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।