বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
স্বাধীনতাবিরোধী অপশক্তি আবার ও দেশ বিদেশে ষড়যন্ত্র করছে, সোয়াগ মিয়া
মোঃ মাহিন উদ্দিন ঃঃ – চট্টগ্রাম
বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন, তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে দিনরাত কাজ করছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা।
মহান বিজয় দিবসে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ২ নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের পক্ষ থেকে একটি রেলি শোভাযাত্রা বের করা শোভাযাত্রাটি বাংলা বাজার, ডেবার পাড়, চত্বর থেকে শুরু করে বাংলাবাজার শেরশাহ বায়েজিদ বোস্তামীর মাজার গেটসহ শেরশাহ মিনার চত্বরে এসে রিয়েলিটি শেষ হয়। শেরশাহ কলোনী শহীদ মিনারে, শহীদ দের স্মরনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা রেলিতে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক, আনোয়ার হাফিজ, অনুষ্ঠান সভাপতিত্ব করেন দুই নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সোহাগ মিয়া, সঞ্চালন করেন দুই নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ, উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল আলম, আরো উপস্থিত ছিলেন দুই নং কৃষক লীগ জালালাবাদ কমিটির নেতৃবৃন্দ সাদ্দাম, মোহাম্মদ আনোয়ার, শাহাবুদ্দিন রুবেল, পাটোয়ারী কবির হোসেন মোঃ হাসেম মোঃ বাবু মোঃ হোসেন মোঃ শফি মোঃ রানা মোঃ ইব্রাহীম মোঃ সাহেদ মোঃ মুরাদ, মোহাম্মদ সুমন, আবুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন দুই নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সোহাগ মিয়া বলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র দিয়েছিল সেই জামায়াতে ইসলামী তাদের বংশধররা, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বিএনপি দলগত হিসেবে আজকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে দেশবিরোধী সমস্ত অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।
দুই নং জালালাবাদ কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পাকিস্তানের অন্যায্য শ্বাসন ও পরাধীনতার শিকল ভেঙ্গে বীর বাঙালির বিজয় অর্জনের মহান দিন আজ। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের জোয়ার বয়েছে চট্টগ্রাম সহ সারা দেশে।