ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও সিল গালা

 

বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অনুরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব নাছরিন আক্তার এর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানাধীন জাঙ্গালপাড়া, সামাদপুর

এলাকায় ভেজাল দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জাঙ্গালপাড়া সামাদপুর “বগুড়ার মিষ্টি দই” কারখানাকে বিএসটিআই এর অনুমোদন বিহীন ও ভুল ঠিকানা ব্যবহার করিয়া দই বানানো

এবং বাজারজাত করনের জন্য ২০,০০০/ ( বিশ হাজার টাকা) জরিমানা করা হয়। ইহাছাড়াও জাঙ্গালপাড়া সামাদপুর এলাকায় “Everfresh Agro& Dairy Products” নামীয় জুস ফ্যাক্টরীতে ভেজাল জুস তৈরি ও বিক্রয়ের কারনে উক্ত প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com