রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
পাহাড়তলীতে সিএনজি অটোরিক্সা যোগে রিক্সা যাত্রীর ভ্যানেটি ব্যাগ ছিনতাই, মামলা রুজু, ঘটনায় ব্যবহৃত সিএনজি সহ ০২ জন আসামী গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
গত ২৫/১১/২০২২ তারিখ সকাল অনুমান ০৯.৫৫ মিঃ এর সময় পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনে দিয়ে বাদীনি রিক্সা যোগে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দ্রুত গতিতে সিএনজি অটোরিক্সা চালিয়ে বাদীনির ভ্যানেটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাদীনির ভ্যানেটি ব্যাগে নগদ টাকা, ২টি মোবাইল ফোন এবং ১ জোড়া স্বর্ণের কানের দুল সহ আনুসাঙ্গিক কাগজ পত্র ছিল। বাদীনির অভিযোগের প্রেক্ষিতে পাহাড়তলী থানার মামলা নং-২৮, তারিখ-২৬/১১/২০২২ ইং, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজুর পর মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মনির হোসেন সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সবুজ মিয়া সহ পাহাড়তলী থানার একটি চৌকশ টিম ঘটনাস্থল এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক বিশ্লেষন এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে পাহাড়তলী থানা, ডবলমুরিং মডেল থানা, আকবরশাহ থানা এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইং ২৭/১১/২০২২ তারিখ ঘটনায় ব্যবহৃত গ্রাম সিএনজি, যাহার রেজিঃ নম্বর-চট্টগ্রাম-থ-১৩-৭৯৫৪ আটক করে এবং ছিনতাইকারী দলের সদস্য ঘটনার সময়ের ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি চালক
মোঃ ইমাম হোসেন প্রকাশ ইমন (৩৮), পিতা-আলী আকবর প্রকাশ আব্বাস আলী, সাং-গোবিন্দপুর, পশ্চিম পাড়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, বর্তমানে-টেক্সটাইল, কুঞ্জছায়া আবাসিক এলাকা, ৩নং রোড, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম এবং
মোঃ কামাল (৪৩), পিতা-গণি বেপারী, সাং-চরউম্মৎ, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-লতিফপুর, ফকির হাট, সালাউদ্দিনের ভাড়াঘর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে।
পরবর্তীতে তাহাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক ১নং আসামীর বর্তমান ঠিকানার বাসা হইতে বাদীনির লুণ্ঠিত টাকার মধ্য হইতে ৫,০০০/-টাকা, আসামীগন কর্তৃক চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকা হইতে ছিনতাইকৃত সর্বমোট ১ ভরি ০৫ আনা ওজনের বিভিন্ন রকমের স্বর্ণের গহনা, ছোট বড় ৬টি ভ্যানেটি ব্যাগ উদ্ধার পূর্বক জব্দ করে। তাদের অপর এক সহযোগী বর্তমানে পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিএনজি যোগে মহানগরের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে। ফাঁকা রাস্তায় ব্যাগ হাতে কোন মহিলা রিক্সা যাত্রীকে দেখলে তারা সুযোগ বুঝে টান মেরে জোরপূর্বক যাত্রীর ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ ইমাম হোসেন প্রকাশ ইমন এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় সর্বমোট ১১টি ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, অস্ত্র সহ বিভিন্ন মামলা রয়েছে।
মোঃ কামাল এর বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানা যায়।