শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই দোকানদারকে জরিমানা ডিবি বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫২ ১টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করেছে। লোহাগাড়া উপজেলার জাতীয়বাদী বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। লোহাগাড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷

গার্মেন্টসের মালামাল চুরি ৩ চোরকে গ্রেফতার করেছে ইপিজেড থানা

গার্মেন্টসের মালামাল চুরি ৩ চোরকে গ্রেফতার করেছে ইপিজেড থানা

ডেক্স নিউজঃ- সি এম পি মিডিয়া

ইপিজেড থানা পুলিশ কর্তৃক জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড (কোরিয়ান) গার্মেন্টসের মালামাল চুরির ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার করেছে ইপিজেড থানা।  তাদের হেফাজত হতে চুরি যাওয়া মালামাল, মূল্য অনুমান ১৫,৩৪,৫০০/  টাকা উদ্ধার।

যানাগেছে, গত ০৬/১১/২০২২ইং তারিখ রাত অনুমান ০৮.৫৫ টার পর হইতে ০৭/১১/২০২২ইং তারিখ সকাল অনুমান ০৭.০০ টার মধ্যবর্তী যেকোন সময়ে চুরি হয়।

ইপিজেড থানা এলাকার জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড, প্লট নং-১৯-২৪, সেক্টর নং-০৮ এর ২য় তলায় অবস্থিত ফিনিশিং সেকশনের ষ্টোর রুম হতে মালামাল চুরি করে ।

বাদী শাশ্বাত সাহা (৫৩) থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, গত ০৬/১১/২০২২ইং তারিখ রাত অনুমান ০৮.৫৫ ঘটিকার পর হইতে ০৭/১১/২০২২ইং তারিখ সকাল অনুমান ৭.টার মধ্যবর্তী যেকোন সময় ইপিজেড থানাধীন জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড, প্লট নং-১৯-২৪, সেক্টর নং-০৮ এর ২য় তলায় অবস্থিত ফিনিশিং সেকশনের ষ্টোর রুম হতে ১৩০০ পিস রপ্তানি যোগ্য বিভিন্ন রংয়ের জ্যাকেট, যাহার মুল্য অনুমান ৪৪,৩৩,৫৩২/- টাকার মালামাল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়া যায়। পরবর্তীতে গত ১৮/১১/২০২২ইং তারিখ ইপিজেড থানার মামলা নং-১৩ (১১)২০২২, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড সংক্রান্তে অফিসার ইনচার্জ ইপিজেড থানা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) রানা প্রতাপ বনিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী

মোঃ কামরুল হুদা প্রঃ রুবেল (৩৮) পিতা-আবুল কাশেম, মাতা-মৃত খাইরুন নেছা, সাং-পূর্ব নাসিরাবাদ, ভূইয়া গলি, আবুল কাসেম এর বাড়ী, থানা-খুলশী, সিএমপি, চট্টগ্রাম,

মোঃ হোসেন প্রঃ রানা (২৪) পিতা-জসিম উদ্দিন, মাতা- কমলা বেগম, সাং-হোসেনপুর, জিসি বাড়ি, থানা-শাহারাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে- সল্ট গোলা ক্রসিং, এনামের ভাড়া ঘর, থানা-বন্দর, সিএমপি, চট্টগ্রাম,

মোঃ শাকিল (২২) পিতা- আব্দুল নুর মিঠু, মাতা-শাহিনা বেগম, সাং-ওয়াসিম চৌধুরীপাড়া, আব্দুল নুর কলোনী, থানা-বন্দর, সিএমপি, চট্টগ্রামদের গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা ও বন্দর থানার বিভিন্ন জায়গা হতে এবং ডিএমপির খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা হতে চোরাই যাওয়া বিভিন্ন সাইজের গার্মেন্টস সামগ্রী ৮৫০ পিস জ্যাকেট ও জ্যাকেটের অংশ বিশেষ, মূল্য অনুমান ১৫,৩৪,৫০০/- (পনের লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত) টাকার মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীদেরকে আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com