রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলার বন্যার্তদের পাশে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-খাগড়াছড়ি এর আলোচনা সভা। নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটো নিষিদ্ধ ঘোষণা। শিক্ষা উপকরণ বিতরণ করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নব নিযুক্ত হওয়ায় অংচিংনু মারমাকে সংবর্ধনা সরকারি-বেসরকারি নাবিকদের সমান সুযোগ দাবি বেকার নাবিকদের বন্যার্তদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট এ্যালমনাই,চট্টগ্রাম কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বন্যাদুর্গত এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর; গাড়িসহ ড্রাইভার আটক।

পতেঙ্গা ও ইপিজেডের বিভিন্ন স্থানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

“রাজনৈতিক দলের ছত্রছাঁয়ায় ছকি ব্যবসার অভিযোগ”
পতেঙ্গা ও ইপিজেডের বিভিন্ন স্থানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক::১৫নভেম্বর

বন্দর নগরীর পতেঙ্গার ৪০নংওয়ার্ডে এবং ইপিজেডের আংশিক স্থানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।১৫ নভেম্বর , মঙ্গলবার সিমেন্ট ক্রসিং থেকে স্টিলমিল বাজার পর্যন্ত মূল সড়কের উভয় পাশ, খালপাড় রোড ও হাউজিং কলোনি রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়।

সকাল ৯টা -দুপুর ২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম ও ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, পতেঙ্গা মডেল থানার পুলিশ সদস্য(এস.আই) মোঃ হারুন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, এখানে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের কারণে গার্মেন্টস শ্রমিক, সাধারণ জনগণ -পথচারীরা যাতায়াতের প্রতিবন্ধকতার অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সিমেন্ট ক্রসিং থেকে স্টিলমিল, হাউজিং কলোনি রোড ও খালপাড় রোডে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কাউন্সিলর আব্দুল বারেক বলেন, আজ সিমেন্ট ক্রসিং থেকে স্টিলমিল বাজার পর্যন্ত মূল সড়কের উভয় পাশ, খালপাড় রোড ও হাউজিং কলোনি রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখানে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসময় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট পতেঙ্গা-ইপিজেডের কয়েকটি অলি-গলিতেও ড্রেন-নালা,নর্দমার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ প্রসঙ্গে একাধিক ভুক্তভোগি অভিযোগ করেন, রাজনৈতিক দলের ছত্রছাঁয়ায় এসব অবৈধ স্থাপনা ও ভাসমান বাজার পরিচালিত হচ্ছে বলেই সহজে উচ্ছেদের পর আবারো সন্ধ্যায় একইস্থানে বসে জটলা সৃষ্টি করছে।

আগামীতে কাঠগড়, মুসলিমাবাদ, পূর্ব কাঠগড় ও ডেইলপাড়া,ধুমপাড়ায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com