বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
“মুজিববর্ষের অঙ্গিকার, সুরক্ষিত ভোক্তা অধিকার”
অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
নওয়াপাড়া প্রতিনিধি-
অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ রবিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি করে নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ফায়ার সার্ভিসের সাব-অফিসার মনিরুজ্জামান, সাংবাদিক রিপানুর ইসলাম, জাকির হোসেন হৃদয় সহ প্রমুখ।