শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সিএমপি বাকলিয়া থানার অভিযানে ১০টি সিআর সাজা ও ০৩টি সিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ শহীদুল ইসলাম; অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, মোহাম্মদ আবদুর রহিম এর তত্ত্বাবধানে অপারেশন্স অফিসার জনাব সাজেদ কামাল এঁর নেতৃত্বে সঙ্গীয় এএসআই/রনতোষ বড়ুয়া, এএসআই/মমতাজসহ ১১/১১/২০২২ ইং গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি সিআর সাজা ও ০৩টি সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ মহসিনকে গ্রেফতার করেছে।
মোঃ মহসিন (৩৫), পিতা-মুহাম্মদ ইউনুচ, সাকিন আব্দুল লতিফ হাট, ১৮নং ওয়ার্ড, পূর্ব বাকলিয়া,থানা-বাকিলয়া, জেলা-চট্টগ্রাম বলে জানিয়েছেন সিএমপি মিডিয়া থেকে।