সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অভয়নগরে নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত অভয়নগরে পায়রা ইউনিয়নে থানা বিএনপি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিদস্যু এনজিএস সিমেন্ট কোম্পানির ছত্রছায়ায় ইয়ার মোহাম্মদ এর বিরুদ্ধে জোরপুর্বক জমি দখলের অভিযোগ সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অর্থনীতিতে ফিশারিজ ডিপার্টমেন্টের অবদানের সুযোগ রয়েছে -সিভাসু উপাচার্য পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে

মান্নান, মিঠু, ও কথিত ক্যাশিয়ার আলাউদ্দিন সিন্ডিকেট এর মাধ্যমে লোপাট হচ্ছে চট্টগ্রাম বন্দরের ধ্বংসের তালিকার পণ্য

মান্নান, মিঠু, ও কথিত ক্যাশিয়ার আলাউদ্দিন সিন্ডিকেট এর মাধ্যমে লোপাট হচ্ছে চট্টগ্রাম বন্দরের ধ্বংসের তালিকার পণ্য।

ডেক্স নিউজঃ-

চট্টগ্রাম বন্দর থেকে খালাস না নেওয়া ৩৮২ কনটেইনার পণ্য ধ্বংস করা হয় গত রবিবার (১১ সেপ্টেম্বর) কাস্টম হাউসের উদ্যোগে ১১১ লটে চট্টগ্রাম বন্দরের ১৩৬টি রেফার, ৩২টি ড্রাই ও বিভিন্ন অফডকের ২১৪টি ড্রাই কনটেইনার ধ্বংসের তালিকায় থাকা পণ্য ধ্বংস করা হয়।
কাস্টমস সূত্রে থেকে , এসব কনটেইনারের সব পণ্য নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, মাছের খাদ্য, লবণ, রসুন, সানফ্লাওয়ার অয়েল, কফি ইত্যাদি
কাস্টম হাউসের ডিসিপি মো. মাহফুজ আলম জানিয়েছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির গত ২৯ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী কনটেইনারগুলোর পণ্য হালিশহর আনন্দবাজারে চসিকের ডাম্পিং জোনে ধ্বংস করা হয়। দিনে ২৫-৩০টি কনটেইনারের পণ্য ধ্বংসের পরিকল্পনা নিয়ে ধ্বংস করা হয়। এর ফলে বন্দরের মূল্যবান জায়গা খালি হবে এই সুত্র ধরে ধ্বংস করা হয় পণ্যগুলো। কিন্তু গতকাল ৭ ই নভেম্বর ঐ পণ্যগুলো মান্নান, মিঠু ও হালি শহর থানার কথিত ক্যাশিয়ার খ্যাত আলাউদ্দিন এর মাধ্যমে লোপাট করা শুরু হয় এমবিএম জাতীয় ঐ
পণ্যগুলো। এর আগে ২০২১ সালে ঐ চক্রটি প্রশাসন সহ সকলকে ম্যানেজ করে বন্দরের ডাম্পিং করা মালামাল চুরি করছিল, এবং পরবর্তীতে মিডিয়াতে খবর প্রচার হলে বন্ধ হয়ে যায় চুরি। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবং ডাম্পিং এর জায়গা পরিবর্তন হওয়ায় সুযোগ বুঝে প্রশাসন কে ম্যানেজ করে মান্মান, মিঠু ও আলাউদ্দিন সিন্ডিকেট আবারও গত ৭/১১/২০২২ ইং তে বন্দরের ডাম্পিং এর মালামাল চুরি করে প্রায় ৬০/৭০ গাড়ি মাল পাচার করার পর প্রশাসনের হস্তক্ষেপে ১০/১৫ গাড়ি মালামাল সহ আটক করে কাস্টমস কর্তৃপক্ষ
প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম বোঝাই ১০টি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় চট্টগ্রাম কাস্টমস ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
কর্মকর্তারা জানান, এর আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে কোথাও পাঠানোর চেষ্টা করছিল।
অভিযানের আগে রাত সাড়ে ১০টা পর্যন্ত এমবিএমসহ অন্তত ৫০/৬০টি ট্রাক ওই এলাকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম-কমিশনার তারেক হাসান ১০/ ১৫ টি ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাস্টমস আইন অনুযায়ী এমবিএম ধ্বংস করার জন্য ল্যান্ডফিল এলাকায় ডাম্প করা হলেও, একটি চক্র তা আবার বাইরে পাচার করছে।’
‘অভিযান চলছে এবং আমরা চলে যাওয়া ট্রাকগুলোর গন্তব্য জানার চেষ্টা করছি,’ বলে জানান তিনি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে।
এমবিএম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও কানাডায় নিষিদ্ধ হলেও, দেশগুলো থেকে রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে কাস্টমস কর্মকর্তারা এবং আমদানিকারকরা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com