সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
মান্নান, মিঠু, ও কথিত ক্যাশিয়ার আলাউদ্দিন সিন্ডিকেট এর মাধ্যমে লোপাট হচ্ছে চট্টগ্রাম বন্দরের ধ্বংসের তালিকার পণ্য।
ডেক্স নিউজঃ-
চট্টগ্রাম বন্দর থেকে খালাস না নেওয়া ৩৮২ কনটেইনার পণ্য ধ্বংস করা হয় গত রবিবার (১১ সেপ্টেম্বর) কাস্টম হাউসের উদ্যোগে ১১১ লটে চট্টগ্রাম বন্দরের ১৩৬টি রেফার, ৩২টি ড্রাই ও বিভিন্ন অফডকের ২১৪টি ড্রাই কনটেইনার ধ্বংসের তালিকায় থাকা পণ্য ধ্বংস করা হয়।
কাস্টমস সূত্রে থেকে , এসব কনটেইনারের সব পণ্য নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, মাছের খাদ্য, লবণ, রসুন, সানফ্লাওয়ার অয়েল, কফি ইত্যাদি
কাস্টম হাউসের ডিসিপি মো. মাহফুজ আলম জানিয়েছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির গত ২৯ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী কনটেইনারগুলোর পণ্য হালিশহর আনন্দবাজারে চসিকের ডাম্পিং জোনে ধ্বংস করা হয়। দিনে ২৫-৩০টি কনটেইনারের পণ্য ধ্বংসের পরিকল্পনা নিয়ে ধ্বংস করা হয়। এর ফলে বন্দরের মূল্যবান জায়গা খালি হবে এই সুত্র ধরে ধ্বংস করা হয় পণ্যগুলো। কিন্তু গতকাল ৭ ই নভেম্বর ঐ পণ্যগুলো মান্নান, মিঠু ও হালি শহর থানার কথিত ক্যাশিয়ার খ্যাত আলাউদ্দিন এর মাধ্যমে লোপাট করা শুরু হয় এমবিএম জাতীয় ঐ
পণ্যগুলো। এর আগে ২০২১ সালে ঐ চক্রটি প্রশাসন সহ সকলকে ম্যানেজ করে বন্দরের ডাম্পিং করা মালামাল চুরি করছিল, এবং পরবর্তীতে মিডিয়াতে খবর প্রচার হলে বন্ধ হয়ে যায় চুরি। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবং ডাম্পিং এর জায়গা পরিবর্তন হওয়ায় সুযোগ বুঝে প্রশাসন কে ম্যানেজ করে মান্মান, মিঠু ও আলাউদ্দিন সিন্ডিকেট আবারও গত ৭/১১/২০২২ ইং তে বন্দরের ডাম্পিং এর মালামাল চুরি করে প্রায় ৬০/৭০ গাড়ি মাল পাচার করার পর প্রশাসনের হস্তক্ষেপে ১০/১৫ গাড়ি মালামাল সহ আটক করে কাস্টমস কর্তৃপক্ষ
প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম বোঝাই ১০টি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় চট্টগ্রাম কাস্টমস ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
কর্মকর্তারা জানান, এর আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে কোথাও পাঠানোর চেষ্টা করছিল।
অভিযানের আগে রাত সাড়ে ১০টা পর্যন্ত এমবিএমসহ অন্তত ৫০/৬০টি ট্রাক ওই এলাকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম-কমিশনার তারেক হাসান ১০/ ১৫ টি ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাস্টমস আইন অনুযায়ী এমবিএম ধ্বংস করার জন্য ল্যান্ডফিল এলাকায় ডাম্প করা হলেও, একটি চক্র তা আবার বাইরে পাচার করছে।’
‘অভিযান চলছে এবং আমরা চলে যাওয়া ট্রাকগুলোর গন্তব্য জানার চেষ্টা করছি,’ বলে জানান তিনি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে।
এমবিএম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও কানাডায় নিষিদ্ধ হলেও, দেশগুলো থেকে রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে কাস্টমস কর্মকর্তারা এবং আমদানিকারকরা জানিয়েছেন।