বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মাঠে সাধারণ শিক্ষার্থীগন। লোহাগড়ায় শ্রীঘরে নগদ টাকা ও ইয়াবা জব্দ। লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সাতকানিয়ায় যুবকদের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷

সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷

মোঃ মিজান লোহাগাড়া( চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন’র ফুলতলা বাজারের পশ্চিম পার্শ্বে একটি বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

১২এপ্রিল( শনিবার) সকাল ১০:৩০ মিনিটে গোপন সূত্রে
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।

অভিযানের সময় বাসায় দুটি কক্ষে বিভিন্ন নামের জুস ,লিচি জাতীয় পণ্য ও কেমিক্যাল পাওয়া যায়।সংরক্ষিত পণ্যগুলা যাচাইক্রমে পণ্যের মোড়কে বিএসটিআই এর অনুমোদন সহ মোড়কের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ অনুপস্থিত পাওয়া যায়।

বাসার কক্ষ দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত পণ্য মজুদ রেখে বিভিন্ন নামের মোড়ক লাগিয়ে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়।এসময় কক্ষ দুটি হতে মালিহা ফ্রুটস,মালিহা ফ্রুটস খালি কোটা ১০০০ টি,মালিহা জেলি খালি কোটা ৫০০ টি,মালিহা লেভের মেশিন ১ টি,মালিহা নিল মেশিন ১ টি,রুপচান লেভেল ৩০০ টি,ভেঞ্জার অরেঞ্জ লেভেল ২০০ টি,রং ৫০০ গ্রাম,পাউডার ১২ প্যাকেট,5স্টার মশার কয়েল ২৫ প্যাকেট,ইগলু মশার কয়েল ২৩ প্যাকেট,সিয়াম চা পাতা ১২০ প্যাকেট,ফুচকা ২০০ প্যাকেট,কুয়াশা লিচি ৫০ টি জব্দ করা হয়।

অভিযানে এ সকল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পন্য কক্ষ দুটিতে রেখে কক্ষ দুটি সিলগালা করা হয়। এসকল পণ্য উৎপাদন ও সরবরাহকারীর তথ্য অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর,সাতকানিয়াকে নির্দেশনা দেয়া হয়।

অভিযানে আরো সহয়তা করেন, স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল,সাতকানিয়া ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com