রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই প্রতিযোগিতা উদ্বোধন
হোসেন বাবলা:চট্রগ্রাম (২১অক্টোবর)
২১অক্টোবর, শুক্রবার সকালে সিজেকেএস প্যাভেলিয়ন মিলনায়তনে দাবার গুটি চাল দিয়ে দিন ব্যাপী উন্মুক্ত দাবার উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, অনুষ্ঠানের প্রধান অতিথি আ,জ,ম নাছির উদ্দিন।
সিজেকেএস দাবা সম্পাদক মিসেস তনিমা পারভিনের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম
আমিন,সিজেকেএস কাউন্সিলর নোমান আল মাহমুদ, এনামুল হক,দাবা কমিটির সদস্য এস,এম তারেক,ফিরে মাষ্টার আঃ মালেক, সৈয়দ আব্দুল আহাদ, কামরুল ইসলাম, নূরুল আমিন সোহেল সহ সিসিপিএর কার্য্যকরী সদস্য বৃন্দ।
জেলা বাছাই দাবা চ্যাম্পিয়নশিপে চট্রগ্রাম জেলার ৮০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
৭ রাউন্ডের খেলায় শীর্ষ ৪জন এবং ২জন অনু:১৮-২০বছরের বাছাইকৃত দাবাড়ু সহ মোট ৬জন কে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বি-লিগ দাবা টুর্নামেন্টে চট্রগ্রাম জেলা টিম এর প্রতিনিধি হিসেবে খেলার সুযোগ পাবেন।