শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
অন্তত একজন সতর্ক হোক!
#মনদীপ_ঘরাই
একটা সুপারশপে কেনাকাটা করছিলাম সন্ধ্যায়। আমার সামনে লাইনে থাকা একজন নারীকে দেখলাম ডজনখানেক অ্যান্টিসেপটিক ক্রিম কিনছেন। তা দেখে পাশের এক লোক বললেন,
“ভালো করছেন আপা, স্যানিটাইজার তো শেষ, পরে এগুলিও পাওয়া যাবে না”
গত পরশু পর্যন্ত গায়ে বাতাস লাগিয়ে ঘোরা বাঙালির চাল-চলন সব বদলে গেছে গতকাল দুপুরের ব্রেকিং নিউজে:
“বাংলাদেশে তিনজন করোনা রোগী সনাক্ত”
পেঁয়াজের দাম বৃদ্ধি থেকে শুরু করে লবণের দাম বাড়ার গুজব পর্যন্ত আমাদের উদ্ভট দৌঁড়ের কথা নিশ্চয়ই মনে আছে। এবারের রেস টা শুরু হয়েছে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার কেনার জন্য। করোনা ঠেকাতে তো হবে!
সেই সাথে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে পাশ না করা ডাক্তারে। কেউ সাহস দিচ্ছেন, কেউ হাজির হচ্ছেন করোনার টোটকা চিকিৎসা নিয়ে,আবার কেউ বা ছড়াচ্ছেন আতঙ্ক।
রোগের চেয়ে বড় রোগে ছেয়ে গেছে পুরো বাংলাদেশ। এই লেখার মাধ্যমে আমি অন্ততঃ কোন জ্ঞান দিতে আসি নি। লেখাটাও আর বড় করবো না। শুধু বলতে চাই, সঠিক তথ্য জেনে এগোনো জরুরি। ক্লিনজিং আইটেম অপ্রয়োজনীয় হারে কিনে অন্যদের জন্য তৈরি করছেন সংকট, বাড়াচ্ছেন ব্যাবসায়ীদের মুনাফা।
সময় থাকতে সঠিক পদ্ধতিতে সতর্ক হোন। আমার কাছে বিশ্ব স্বাস্হ্য সংস্হার ওয়েবসাইটের নির্দেশনাকে তথ্য জানার সঠিক মাধ্যম মনে হয়েছে। লিঙ্কটা দিয়ে দিচ্ছি:
https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public#
WHO এর নাম করে ইনবক্সে আসা হাজারো রকমের তথ্য থেকে দূরে থাকুন। ওগুলোও ভাইরাসের থেকে কম নয়।
আর করোনা নিয়ে আমাদের দেশেও চালু হয়েছে হটলাইন। সহায়তা নিতে কল করুন:
IEEDCR Hotline
+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785
বিভ্রান্তিমূলক তথ্য কিংবা উপদেশ যেন আপনার মাধ্যমে না ছড়ায়।
নিরাপদ থাকুন। নিরাপদ থাকতে দিন। সেই সাথে প্রার্থনায় রাখুন কাছের-দূরের সব “মানুষকে”।
ছবি: হাশিম-আল-ঘাইলি
(শেয়ার করতে বাধা নেই)