শুক্রবার, ৩০ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অভয়নগরে মশিহাটিতে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে যশোর জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট। পাহাড়তলী থানা বিশেষ অভিযানে ডাকাত ও থানার লুট হওয়া অস্ত্র গুলি সহ ২ ডাকাত গ্রেফতার। লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ এর উদ্যোগে বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম বারো আউলিয়া কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ইমনের নেতৃত্বে আনন্দ মিছিল ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড় পূর্বশত্রুতার জের ধরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও অর্থ উদ্ধারসহ আসামী গ্রেফতার। ড. ইউনুস কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-লিট ডিগ্রি প্রদান সিএমপি’র সদরঘাট থানার অভিযানে বিদেশী পিস্তল ও গুলি সহ তালিকাভুক্ত ৩ জন আসামী গ্রেফতার

লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ২০২৫ দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ‘মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ৷

গত ( শনিবার) সকালে মাদ্রাসা কম্পাউন্ডে সংক্ষিপ্ত আয়োজনে ১১ জন পরীক্ষার্থীর মাঝে এই উপহারগুলো প্রদান করা হয়।

জানা যায় ২০০৯ সালে এলাকার তৎকালীন যুবসমাজের উদ্দ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়। সে সময় অত্র এলাকার ৩ কিলোমিটারের ভিতরে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা, সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকা থেকে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে, এটি প্রতিষ্ঠিত হওয়াতে শিক্ষা বঞ্চিত এলাকায় আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিবে, তন্মধ্যে ৮ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী চূড়ান্তভাবে দাখিল পরীক্ষায় বসবে।

বিতরণকালে সংগঠনটির সভাপতি রবিউল হোসাইন বলেন,, আমাদের মাদ্রাসাটি একদম অজপাড়া গাঁয়ে, লোহাগাড়া-সাতকানিয়া সীমান্ত এলাকা হওয়াতে অবকাঠামো উন্নয়নে যেমন পিছিয়ে আছি তেমনিভাবে তিন কিলোমিটারের ভিতরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উপযুক্ত বয়সে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে এলাকার শিশুরা। ঐকান্তিক প্রচেষ্টায় বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্বরণ করছি এবং সেই মাদ্রাসা থেকেই প্রথমবারের মত দাখিল পরীক্ষা দিচ্ছে, আমাদের অন্তর গর্বে ভরে গেছে। শিক্ষা সামগ্রী বিতরণকালে সংগঠনটির অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের দাখিল পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ
হবে ১২ মে। এরপর ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

এ বছর পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তন্মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।

১৬ মার্চ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসবে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।

দাখিল পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। ৯ হাজার ৬৩টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৭২৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিবে।
এসএসসি ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন; ছাত্রী আছেন ৩৪ হাজার ৯২৮জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com