বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
ইপিজেড থানা পুলিশ কর্তৃক অভিযানে ০৩ জন গ্রেফতারঃ ২০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
মোঃ শাহরিয়ার রিপন ঃ-
গত ০৩ অক্টোবর, ২০২২ খ্রিঃ ২১.৩০ ঘটিকায় এসআই(নি)/ মোঃ বিল্লাল হোসেন তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ কিউএনএস কন্টেইনার ডিপুর পিছনে কলসীদিঘীর পাড় ০৭নং পকেট গেইট হতে ২০১০ পিচ ইয়াবা
মোঃ ইব্রাহিম, এবাদুল্লাহ ও মোঃ হুমায়ুন কবির কে গ্রেফতার করে।
মোঃ ইব্রাহিম (২০), (কিউএনএস কন্টেইনার ডিপুর শ্রমিক), পিতা-কামাল উদ্দিন, মাতা-শমশুন নাহার, সাং- আমতলী, ডাকঘর-হেয়াইক্যং, ২নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার,
এবাদুল্লাহ (২৫), (কিউএনএস কন্টেইনার ডিপুর লরী গাড়ীর হেলফার) পিতা-মোঃ ছলিমুল্লাহ, মাতা-দেলোয়ারা আক্তার, সাং- আমতলী, ডাকঘর-হেয়াইক্যং, ২নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, উভয় বর্তমানে-১নং রোড, ০৭নং সেক্টর, কিউএনএস কন্টেইনার ডিপু, লেবার শেড, সিইপিজেড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম,
মোঃ হুমায়ুন কবির (৫০), (কিউএনএস কন্টেইনার ডিপুর সিকিউরিটি সুপার ভাইজার) পিতা-মৃত আব্দুল গণি, মাতা-মোমেনা খাতুন, সাং-বল্লবপুর, ১নং ওয়ার্ড, ১নং কালি বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমানে-বন্দরটিলা, আলীশাহ মসজিদের পশ্চিম পাশের্^, নুর জাহান ভবন, ২য় তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম। আটক করেছে বলে জানিয়েছেন সিএমপি মিডিয়া,