সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ইয়াবা সহ ১ জন আটক
ডেক্স নিউজঃ- সিএমপি
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ নাজির খাঁ লেইন বাসা নং-২২৯০ মোহাম্মদ আলী ম্যানশন এর গেইটের সামনে থেকে
মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ইয়াবা সহ ১ জনকে আটক করেছে।
উপ-পুলিশ কমিশনার ডিবি-পশ্চিম & বন্দর মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের নির্দেশনায় (স্পেশাল টিম), এস আই /মোঃ রাজীব হোসেন,এসআই/মোঃ রবিউল ইসলাম, এএসআই /মোঃ জাহিদুল হক,এএসআই / মোঃ তাজুল ইসলাম, এএসআই / রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ নাজির খাঁ লেইন বাসা নং-২২৯০ মোহাম্মদ আলী ম্যানশন এর গেইটের সামনে হতে
মোঃ সাইফুল প্রকাশ সাইদুল (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম , মাতা-মাহমুদা খাতুন, সাং- ননিয়ারছড়া, সুলতানের বাড়ি, থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে ২৭/০৯/২০২২ খ্রিঃ উল্লেখিত স্হানে অভিযান পরিচালনা করে ২০০০ ( দুই হাজার) পিস সহ ০১ জন কে আটক করা হয়
বলে জানিয়েছেন সিএমপি ডিবির পক্ষ থেকে।