৬০ গ্রাম ক্রিস্টাল মেথ”আইস” সহ ২ জন আটক ডিবি পুলিশের হাতে।

মহানগর গোয়েন্দা (পশ্চিম & বন্দর) বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ”আইস” সহ ০২ জন আটক।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

আজ ১৫/৯/২০২২ ইং ৩.৪৫ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরের হালিশহর থানাধীন ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোডস্হ আবু বক্কর মসজিদের পার্শ্বে জননী ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ”আইস” সহ ০২ জনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ।

পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম & বন্দর ) মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত

উপ -পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের নেতৃত্বে (স্পেশাল টিম), এস আই /মোঃ রাজীব হোসেন,এসআই/মোঃ রবিউল ইসলাম, এএসআই /মোঃ জাহিদুল হক,এএসআই / মোঃ তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের হালিশহর থানাধীন ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোডস্হ আবু বক্কর মসজিদের পার্শ্বে জননী ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ দিদারুল আলম (৩০),পিতা- মোঃ তাজুল ইসলাম, মাতা- সেলিনা বেগম,সাং- দক্ষিণ আলীনগর,ডাকঘর – করেরহাট,থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম। বর্তমানে – ঈদগাঁ, বড় পুকুরের দক্ষিণ পাড়,২৫ নং রামপুর,বই ওয়ালার বিল্ডিং, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম।

মোঃ আব্দুল্লাহ আল নোমান @ রানা(৩০), পিতা- তাহের আহমেদ, মাতা- নাজমা আক্তার, সাং- পূর্ব হিঙ্গুলী, আলী আহমেদ হাজী বাড়ী, ডাকঘর- বারৈয়ারহাট,থানা- জোরারগন্ঙ, জেলা- চট্টগ্রাম দ্বয় দের ৬০( ষাট) গ্রাম ক্রিস্টাল মেথ ” আইস”সহ আটক করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com