রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
সিএমপি ইপিজেড থানার অভিযানে মাত্র ৬ ঘন্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও গ্রেফতার ০১ জন।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
গত ১১/০৯/২২ ইং তারিখ রাত ১২.০৫ ঘটিকা থেকে সকাল অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকায় ভিকটিমের কক্ষে প্রবেশ করে অজ্ঞাতনামা কয়েকজন ভিকটিম শামীমা আক্তার (৪৫) কে হাত-পা-মুখ কাপড় ও ওড়না দিয়ে বেঁধে খাটের উপর ফেলে মুখে কিলঘুষি মেরে ফুলা জখম করতঃ শ্বাসরোধ করে হত্যা করে। ভিকটিমের কানে থাকা স্বর্ণের ০২টি দুল ও বাসায় থাকা আরো স্বর্ণের ০২টি দুল, ০২টি স্বর্ণের আংটি, সর্বমোট ১২ আনা স্বর্ণ, মূল্য অনুমান ৫০,০০০/-টাকা এবং ভিকটিমের ব্যবহৃত একটি OPPO মোবাইল ফোন যার মূল্য অনুমান ১৫,০০০/- নিয়ে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ইপিজেড থানা মামলা নং-১৬, তারিখ-১১/০৯/২২ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলার প্রেক্ষিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর) সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) ও অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাত্র ০৬ ঘন্টার মধ্যে মামলার রহস্য উৎঘাটন পূর্বক মামালার ঘটনায় জড়িত মোঃ কিবরিয়া প্রকাশ জাফর (২৮) কে ইপিজেড থানাধীন তক্তারপোল এলাকা থেকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ কিবরিয়া প্রকাশ জাফর (২৮) ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং ঘটনাস্থল-রুমের পার্শ্ববর্তী ভাড়াটিয়া হিসেবে বসবাস করে বলে জানায়।পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত হতে নিজ হাতে বের করে দেওয়া মতে ইপিজেড থানা পুলিশ কর্তৃক ভিকটিম শামীমা আক্তার এর ব্যবহৃত ০৩টি স্বর্ণের দুল, ০২টি স্বর্ণের আংটি ও একটি OPPO মোবাইল উদ্ধার করা হয়।