শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
সিএমপি চান্দগাঁও থানার অভিযানে দেশীয় তৈরী অস্ত্র সহ আটক ০১ জন।
সি এম পি ঃ- মিডিয়া
সিএমপি চান্দগাঁও থানার এসআই(নিঃ)/শরীফ রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৯/০৮/২০২২ইং, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম প্রঃ বুইস্যা (২৫) কে(১) ০১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক (২) ০২ টি খয়েরী রংয়ের কার্তুজ ও (৩) ০১ (এক) টি টিপ ছোরাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারঃ শহিদুল ইসলামম প্রঃ বুইস্যা (২৫), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মমতাজ বেগম, সাং-চরপাদ হাই স্কুল, ভান্ডারীর বাড়ী, থানা-দৌলতখান, জেলা-ভোলা, বর্তমানে-পশ্চিম ষোলশহর, বদিউল আলম গলি, হিরু বিল্ডিং এর সামনে সেমি পাকা ঘর এর ভাড়াটিয়া, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম।