রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার। এই কিরে তোর ভালোবাসার প্রতিদান,,?? চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোরশেদুর রহমান খোকা’গ্রেফতার র‍্যাব-৭ জুয়াড়ি তাহেরের রিক্সার গ্যারেজ থেকে ১৭ জুয়াড়ি আটক নৃত্যের তালে তালে গান গেয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় প্রেস ব্রিফিং গার্মেন্টসকর্মী হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিহত তিন জনের জানাজা অনুষ্ঠিত

ডিবি উত্তর বিশেষ টিম কর্তৃক ০৬ জন মোবাইল চোর গ্রেফতার

 

ডিবি উত্তর বিশেষ টিম কর্তৃক ০৬ জন গ্রেফতার; ০৭টি ল্যাপটপ, ১৫৬টি চোরাই মোবাইল, ০৮টি আইএমইআই চেঞ্জিং ডিভাইস ও ০২টি ফ্লাশ ডিভাইস উদ্ধার।

ডেক্স নিউজঃ-

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ কামরুল হাসান (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর নেতৃত্বে ডিবি বিশেষ টিম উত্তর এর অফিসার ও ফোর্স গণ গোপন সংবাদের ভিত্তিতে ১১/০৮/২০২২খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকা হতে ১২/০৮/২০২২ তারিখ ০৩.৪০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে পুরাতন রেলষ্টেশন হতে খোরশেদ আলম(৩২) ও কামাল(৩২)’দ্বয়কে আটক করে তাদের কাছ থেকে ০৪টি চোরাই মোবাইল উদ্ধার করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত মোবাইলগুলো তারা রিয়াজ উদ্দিন বাজারস্থ আব্দুল লতিফ মার্কেটের ৬ষ্ঠ তলার সুরুজ মিয়া(৩২), জয় চৌধুরী(২৫), বাবু(৩২)’দের নিকট বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করে। তাদের নিয়ে অভিযান পরিচালনা করে আব্দুল লতিফ মার্কেটের ৬ষ্ঠ তলার ১৫৪ নং রুম হতে সুরুজ মিয়া(৩২), জয় চৌধুরী(২৫) ও বাবু(৩২)কে ১৬টি চোরাই মোবাইল সহ গ্রেফতার করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চোরাই মোবাইলগুলো তারা দেওয়ান বাজারের জনৈক তানভীর হাসান এর মাধ্যমে আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। ধৃতদের দেখানো মতে তানভীর হাসান(২৫)’কে ১৩৬টি চোরাই মোবাইল, ০৭টি ল্যাপটপ, ০৮টি আইএমইআই চেঞ্জিং ডিভাইস, ০২টি ফ্লাশিং ডিভাইস সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতগন মোবাইল, ল্যাপটপ চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা পরস্পর যোগসাজসে মোবাইল ও ল্যাপটপ চুরি করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

উদ্ধারকৃত মোবাইলের আইএমইআই নাম্বারঃ 351389781950330.
8638670591521, 863909051610119, 861618044066535, 869844050962290, 86454705524199, 86781304252035, 353216542223842, 868477053052156, 864131051231262
355552220155882, 867807045242310, 867334041184198
357412/07/755118/7, 352399/91/153124/2, 863338745121211
869913043728553, 863480048640288, 980052005221564,
FX502V, Made in china, 5CB2205619, PCID, 058A100000004C10002600000, CND52564YW, PC/D, A3008CD10003, 354738065953249-01, 357070100182957, 357070100182965, 350458610566941, 352162350566941
868477052611937, 868477052611929, 864496057434651, 86449605743464, 357484290180830, 357621480180837
863548050283468, 863548050283476, 353755/091701065/856/09, 862453050720539, 86245305072052

ল্যাপটপের সিরিয়াল নাম্বারসমূহঃ
FX502V, Made in china, 5CB2205619, PCID058A100000004C10002600000
CND52564YW, PC/D, A3008CD10003
354738065953249-01, 357070100182957, 357070100182965

গ্রেফতারকৃতদের নাম ঠিকানাঃ
১) মোঃ খোরশেদ আলম ( ৩২ ) , পিতা – মৃত নুরুল আমিন , মাতা হোসনেরা বেগম , সাং – কোরানপুর পাটোয়ারী বাড়ি , ডাকঘর – দাগন ভূঁইয়া , থানা – দাগন ভুইয়া , জেলা – ফেনী , বর্তমানে পশ্চিম মাদার বাড়ি , ০২ নং গলি , মাসুম মঞ্জিল রব্বানী সাহেব এর বিল্ডিং , ০৪ তলা , নাজিম উদ্দিন লেইন , থানা – সদরঘাট , জেলা – চট্টগ্রাম ,
২ ) মোঃ কামাল ( ৩২ ) , পিতা – মৃত নুরু , মাতা – জাহানারা বেগম , সাং -সিগাইল আলমগীর মেম্বারের বাড়ি , ডাকঘল – সিগাইল , থানা মুরাদনগর , জেলা – কুমিল্লা , বর্তমানে স্টেশন কলোনী সিরাজঘাট এর বাড়ি , থানা – সদরঘাট , জেলা – চট্টগ্রাম ,
৩ ) মোঃ সুরুজ মিয়া ( ৩২ ) , পিতা – আব্দুল মতিন , মাতা- হাসনা বেগম , সাং – বাগাই রামপুর , সরকার বাড়ি , ডাকঘর – গোপালপুর , থানা – তিতাস , জেলা – কুমিল্লা , বর্তমানে নতুন ব্রীজ বাস্তুহারা কলোনী , দুবাই ওয়ালার বাসা , ওয়ার্ড নং -৩৫ , থানা – বাকলিয়া , জেলা – চট্টগ্রাম ,
৪) জয় চৌধুরী ( ২৫ ) , পিতা – অলিল চৌধুরী , মাতা – মনষি চৌধুরী , ‘ সাং – কাপ্তাই রাস্তার মাথাদ , বৈকুন্ড চৌধুরী বাড়ি , ডাকঘর – হাটহাজারী , থানা – হাটহাজারী , জেলা – চট্টগ্রাম ,
৫) মোঃ বাবু ( ৩৫ ) , পিতা – মোঃ রাজু , মাতা – আনোয়ারা বেগম , স্ত্রী শাহিনা আক্তার , সাং – কেরানীগঞ্জ , রাজু মিয়ার বাড়ি , ডাকঘর সদরঘাট , থানা – কেরানীগঞ্জ , জেলা – ঢাকা , বর্তমানে ছোটপুল বিজ ফিল্ট রোড এজাজ মিয়ার ভাড়াঘর , ওয়ার্ড নং -২৭ , থানা – হালিশহর , জেলা – চট্টগ্রাম ,
৬ ) মোঃ তানভির হাসান ( ২৫ ) , পিতা – আব্দুল হান্নান , মাতা – শরিন আক্তার , সাং – ডিসি রোড , পশ্চিম বাকলিয়া , মুজাহের টাওয়ার , ৪ র্থ তলা , ওয়ার্ড নং -১৭ , ডাকঘর – চকবাজার , থানা – বাকলিয়া , জেলা চট্টগ্রাম । বলে জানা গছ,,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com