রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
দূর্ধর্ষ সিরিজ ছিনতাইকারী ০২ জন গ্রেফতার এবং ছিনতাইকৃত ০৩টি স্বর্নের চেইন উদ্ধার
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
গত ২৮/০৭/২০২২ তারিখ বিকাল অনুমান ০৫টায় পূজা দাশ(২৪) রিক্সাযোগে ঘাটফরহাদবেগ হতে সদরঘাট যাওযার সময় কোতোয়ালী থানাধীন নিউ মার্কেটের বিপরীত পাশে বাটা শো-রুমের সামনে পৌঁছালে ০২ জন ছিনতাইকারী সামনে আসিয়া ভয়ভীতি দেখাইয়া তাহার গলায় থাকা স্বর্নের চেইন ছিনাইয়া নিয়া যায়।
উক্ত বিষয়ে তিনি কোতোয়ালী থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী থানার মামলা নং- ০৩(০৮)২০২২, ধারাঃ ৩৯২ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। মামলাটি তদন্তকালে এসআই মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় অফিসার সহ আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের শনাক্ত পূর্বক দ্রুত সময়ের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় আসামী ১) শাওন ফরাজী প্রকাশ শাউন(২৪) ও ২) ফয়সাল সিকদার আপন(২২)’দের গ্রেফতার করেন। তাহাদের হেফাজত হইতে লুণ্ঠিত স্বর্ণের চেইনটি সহ ০৩টি স্বর্নের চেইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও চুরির মামলা রয়েছে।