রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
“চট্টগ্রামে দুই পর্যায়ে হাম-রুবেলা ক্যাম্পেইন”
সিভিল সার্জন কার্যালয়ে হাম-রুবেলা ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্টিত
হোসেন বাবলাঃ০৪মার্চ
আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রথম পর্যায় এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুর জন্য সারাদেশে অনুষ্টিত হবে, মোট তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০।চট্টগ্রাম জেলায়ও এ কর্মসূচী সফল করার লক্ষ্যে ৪ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর আন্দরকিল্লাস্থ সিভিল সার্জন কার্যালয়ের জেলা এডভোকেসি সভা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায়ে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডা. সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু, ইউনিসেফ’র সিনিয়র কনসালট্যান্ট ডা. মোঃ হাসানুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সুব্রত কুমার চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তাহমিনা শারমীন ও জেলা পুলিশের পরিদর্শক আবদুল ওয়াব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার।স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয় সভার আয়োজন করেন। সভায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, মেডিকেল অফিসার, শিক্ষা অফিসার, শিক্ষক, মেডিকেল টেকনোলজিষ্ট, ইপিআই কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মী ও হাম-রুবেলা টিকাদানের কাজে নিয়োজিত কর্মীরা উপসিম্থত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলা ও মহানগরী এলাকায় আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ ২০২০ ইং পর্যন্ত প্রথম পর্যায় এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের হাম-রুবেলার টিকা দেয়া হবে। প্রথম প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদেরকে এক ডোজ করে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে গ্রামের কমিউনিটি টিকাদান কেন্দ্রগুলোতে, দুর্গম ও বস্তি এলাকা সহ সর্বত্র শিশুদেরকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
এজন্য ক্যাম্পেইনের পূর্বে শিশুদের বাছাই করে তালিকাভূক্ত করা হয়েছে। শিশুদের মৃত্যু ঝুঁকি রোধে সরকারের এ উদ্যোগ। চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার ৪৮৪৮টি শিক্ষা প্রতিষ্টান ও ৪৮৪৩ টি কেন্দ্রে ১৩ লক্ষ ৭২ হাজার ৮৫ জন এবং সিটি কর্পোরেশন এলাকার ৩৩৬ টি কেন্দ্র ও ১১৪৫টি শিক্ষা প্রতিষ্টানে মোট ৭ লাখ ৫২ হাজার ৫৬৫ জন শিশু এ টিকার আওতায় আসবে। জেলা ও মহানগরীতে সর্বমোট ২১ লাখ ২৪ হাজার ৬৫০ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।