শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন।
নিউজ ডেক্স ঃঃ-
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক উচ্চ আদালতের রায় কে বারবার কার্যকর না করে চট্টগ্রাম বন্দরে দেশী বিদেশী জাহাজের ওয়াচম্যান পাহারাদার অবৈধভাবে নিয়োগ দানের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কিছু কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা বেআইনিভাবে অর্থ-বাণিজ্য করতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায় কে অবমাননা করছে। বন্দরের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা ও সর্বোচ্চ আদালতের আইনকে পদদলিত করার অপচেষ্টার বিরুদ্ধে জরুরিভাবে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি, মনোয়ার আলী রানা,সহ সভাপতি, মোঃ সেলিম, সাধারণ সম্পাদক, মনির হোসেন সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন সহ প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন,
চট্টগ্রাম বন্দর জন্মলগ্ন থেকে প্রাইভেট ঠিকাদারের মাধ্যমে ওয়াচম্যান পাহারাদার ডক শ্রমিক, মার্চেন্ড শ্রমিক, লাইসেন্স আনলাইসেন্স শ্রমিক, ক্রেন অপারেটর, স্টাফ সুপারভাইজার, জেনারেল শ্রমিক নিয়োগ দান করিয়া আসিতেছে যা বর্তমানে চলমান আছে কিন্তু বর্তমানে বন্দর কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তার দেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করে শুধুমাত্র নিজেদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের বৈধ সংগঠনের সদস্য ওয়াচম্যান পাহারাদার নিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এ ব্যাপারে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।