শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
৪ কেজি গাঁজা সহ রওশন আরা নামে মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
নিউজ ডেক্স ঃঃ –
ইসহাকের পুলস্থ নীল মহল গলির নাছির ভবনের সামনে পাকা রাস্তার উপর থেকে বাকুলিয়া থানাধীন কালামিয়া বাজার ইসহাকের পুলস্থ নীল মহল গলির নাছির ভবনের সামনে পাকা রাস্তার উপর হইতে এসআই(নিঃ)/মোঃ ফরহাদ মহিম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী রওশন আরা ৪০ ’কে ০৪কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
জানা গেছ, রওশন আরা(৪০), পিতা- গোলাম মাওলা, স্বামী- আনাল, মাতা- হুসনে আরা বেগম, সাং- সৈয়দপুর, আনালকের বাড়ী, পোঃ- বিষ্ণপুরী , থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।
বাকলিয়া থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৬/২০২২খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)