রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
পতেঙ্গা মডেল থানায় স্বর্ণের বার উদ্ধার আটক – ১
পতেঙ্গা মডেল থানাধীন শাহ আমানত আন্তর্জাাতিক বিমানব্ন্দরের অভ্যন্তরস্থ কাস্টমস হল থেকে স্বর্নের ৫ টি বার উদ্ধার করেছে ।
ডেক্স নিউজঃ-
জানাগেছে, বাদী মোঃ আতিকুর রহমান ও তাহার সঙ্গীয় এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট, শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর, কাস্টম হাউস, চট্টগ্রাম গত ০২/০৬/২০২২ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.৫১ মিনিটের সময় সারজাহ্, আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর Flight No: BS-346 যোগে আগত যাত্রী আবদুল মমিন(৪৭) এর সাথে থাকা ব্যাগেজ স্ক্যানিংকালে উক্ত ব্যাগেজের ভিতরে বিদ্যমান টাউজারেরর মধ্যে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব পরিলক্ষিত করেন। যাত্রী আবদুল মমিনের সম্মুখে উক্ত ব্যাগেজ কেটে কাস্টম কর্তৃপক্ষ টাউজারের মধ্যে সুকৌশলে লুকায়িত অবস্থায় ঘোষনা বর্হিভুত ০৩ (টি) স্বর্ণের বার পান এবং ০২/০৬/২০২২ তারিখ অনুমান দুপুর ১২.২০ মিঃ সময় যাত্রীর ঘোষিত ০২ (দুই) টি স্বর্ণবার সহ মোট ০৫ (পাঁচ) টি স্বর্ণবার এবং যাত্রীর নিকট রক্ষিত ৯৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন।
আব্দুল মমিন (৪৭), পিতা মৃত ফজলুল করিম, মাতা মৃত জাহানারা বেগম, সাং কাতালিয়া (মজুমদার বাড়ি), ৩ নং ওয়ার্ড, ৬ নং পাঠান নগর ইউনিয়ন, থানা ছাগলনাইয়া, জেলা ফেনী
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি পতেঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে, মামলা নং-০৫, তারিখ- ০২/০৬/২০২২ ইং ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-B এর ১(B)/২৫-D।