মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সৎ বাবার আক্রোশের শিকার হয়ে প্রাণ গেল আল আমিন নামের ৬ বছরের শিশুর
রুদ্ধশ্বাস অভিযানে ঘটনার ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার পলাতক আসামী
ডেক্স নিউজঃ-
জানাগেছে, ইইয়াসমিন ২১, এক গৃহ পরিচালিকা বিভিন্ন বাসা বাড়ীতে বুয়ার কাজ করে।পূর্বের স্বামী জসীম উদ্দীন ছেড়ে যাওয়ার পর সুখের আশায় ছয় বছরের ছেলে সন্তান আল আমিনকে নিয়ে গত তিন মাস পূর্বে পুনরায় সংসার বেধেঁছিল মোকাররম(২৭) নামের একই এলাকার জনৈক ব্যক্তির সাথে। ইয়াসমিনকে নতুনভাবে সংসার গড়তে প্রলুব্ধ করে এই মোকাররম হোসেন ২৭।
বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে চকবাজার থানাধীন কলেজ রোডের হারুন টাওয়ারের ৮ম তলায়। নতুন সংসারে শিশুপুত্র আল আমিনকে কোনভাবেই মেনে নিতে পারছিল না ঘাতক মোকাররম। গত ইং ২৯/০৫/২০২২ তারিখ মা ইয়াসমিন বাসা বাড়ীতে কাজ করার জন্য বের হলে, সুযোগ বুঝে ঘাতক মোকাররম শিশু পুত্র আল আমিনকে কৌশলে বাথরুমে নিয়ে গিয়ে নৃশংসভাবে ও গুরুতর ভাবে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরই মধ্যে স্ত্রী ইয়াসমিনকে ফোন দিয়ে শিশু পুত্র আল আমিন বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় মর্মে মিথ্যা গল্প সাজায় ও শিশুপুত্রকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে, সেখান থেকে লাপাত্তা হয়ে যায়।
শিশু আল – আমিন ঘাতকের আঘাতের কারনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। চকবাজার থানায় হত্যা মামলা রুজু হওয়ার পর, শিশু হত্যার মত জঘন্য অপরাধের আসামীকে যে কোন মূল্যে গ্রেফতারের জন্য চকবাজার থানা পুলিশের একটি চৌকস টিম জোর তৎপরতা শুরু করে। রাতভর টানা ১২ ঘন্টার তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল রুদ্ধশ্বাস অভিযানে বহদ্দারহাট কাঁচা বাজার এলাকা হইতে আসামী মোকাররমকে অবশেষে গ্রেফতার করে চকবাজার থানার চৌকস টিম।
ইয়াসমিনকে তার প্রাণপ্রিয় পুত্র আল-আমিনকে ফিরিয়ে দিতে পারবে না কেউ , কিন্তুু তার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চত করার জন্য সর্বউচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানায় তার মা।