সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
সিএমপি ডিবি’র অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্য গ্রেফতার
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
সিএমপি ডিবি উত্তর বিভাগের ৩৪ নং টিমের গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগরের ড্রাম গেইট সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করেন।
এসময় তাদের হেফাজত হতে গ্রীল কার্টার, কিরিচ, রামদা, ধামা, কোরাবাড়ী, টর্চলাইট সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ও থানায় ডাকাতি, চুরি, অস্ত্র, মাদক, খুন সহ বিভিন্ন ধরনের একাধিক মামলা আছে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা
আবুল কাসেম প্রঃ সিরাজ (৪৫), পিতা-মৃত আমিনুল হক প্রঃ আমিন উল্ল্যাহ প্রঃ আঃ খালেক, মাতা-মৃত অহিদা খাতুন, সাং-দক্ষিণ চর চান্দিয়া, আমিনুল হকের নতুন বাড়ী, হানিফ মুক্তিয়ার বাড়ি, পোঃ দাসের হাট বাজার, ৬নং দক্ষিণ চর চান্দিয়া ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমানে-মৌলভী বাজার, মাজার গেইটের প্রথম ঘর, কাপ্তাই রাস্তার মাথা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
মোজাম্মেল হক প্রঃ রাসেল (৩২), পিতা-মৃত আবুল হাশেম, মাতা-মৃত ফাতেমা বেগম, সৎমাতা-রাজিয়া খাতুন, সাং-চরখোয়াজ, ৯নং ওয়ার্ড, ইব্রাহিমের নতুন বাড়ী, ৬নং চান্দিয়া ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমানে- মৗলভী বাজার, মাজার গেইটের প্রথম ঘর, কাপ্তাই রাস্তার মাথা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
মোঃ সবুজ প্রঃ সাবু (৪৩) পিতা- মৃত চৌধুরী মাঝি, মাতা- আনোয়ারা বেগম, সাং-পশ্চিম শুল্লকিয়া, চৌধুরী মাঝির বাড়ী, ৬নং শুল্লকিয়া ওয়ার্ড, ৯নং কালাতরফ ইউনিয়ন, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে- বিশ্বকলোনী, বাগান বাড়ী, মিস্ত্রীর ভাড়াটিয়া, রেললাইনের পাশে, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম
নজরুল ইসলাম প্রঃ নুরুল ইসলাম প্রঃ নুরু (৪৭), পিতা-মৃত আঃ সালাম, মাতা-আলেয়া বেগম, প্রঃ সফুরা বেগম, সাং-তৈইছালাপাড়া, রামগড় বাজারের পাশে, আব্দুস সালামের বাড়ী, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি, বর্তমানে-উত্তর কাট্টলী, রেলবিটের ডানপাশে, শাহিনের ভাড়া ঘর, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম,
মোঃ আলমগীর (৫২), পিতা-চাঁন মিয়া, মাতা-ফিরোজা খাতুন, স্ত্রী-শাহনাজ আক্তার, সাং-দক্ষিণ হালিশহর, কলেজ রোড, ফইল্যাতলী বাজার, কেয়ারটেকার ডালিম সওদাগরের বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম,
মোঃ আবু তাহের (৬৫), পিতা-মৃত মোঃ ইসমাঈল, মাতা-সকিনা খাতুন, স্ত্রী-পারুল আক্তার, সাং-দক্ষিণ শুলকিয়া, হালিমার বাড়ী, ৮নং ওয়ার্ড, এজবালিয়া, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে-দুলালের কলোনী, নজরুল কমিশনারের বাড়ী, রেলবিটের পাশে, ফিরোজশাহ, নিউ মুনছুরাবাদ, বিশ্ব কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম,
মনির আহম্মদ (৪০), পিতা-মৃত আলী আকবর প্রঃ আলী আহম্মদ, মাতা-তনজুমের নেছা, স্ত্রী-মনোয়ারা বেগম, সাং-মধ্যম কাছার, বেপারী বাড়ী, পোঃ মোহাম্মদ আলী বাজার, ০২নং ওয়ার্ড, ধর্মপুর ইউপি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী,
মোঃ মামুন প্রঃ নাহিদ (৩০), পিতা-মোঃ আকবর, মাতা-মমতাজ বেগম, স্ত্রী-রিনা আক্তার, সাং-পশ্চিম জাঙ্গালিয়া, মাতবর বাড়ী, পোঃ আমিরগঞ্জ, থানা-মেহেদীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-শাহআমানত কলোনী, ৩নং বাজার, ক্যান্টনমেন্ট, ভাটিয়ারী রোড, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম,
মোঃ সিরাজ মাঝি (৫৭), পিতা-মৃত ইনু মাঝি, মাতা-মৃত মরিয়ম খাতুন, সাং-রামুড়িতালুক, ইনু মাঝির বাড়ী, ৯নং কালাতরফ ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে-বড়পোল, সাইটপাড়া, মাজারগলি, ইব্রাহিমের ভাড়া ঘর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,
মোঃ সুজন হোসেন (২৫), পিতা-জামাল হোসেন, মাতা-আমেনা বেগম, সাং-মাছকাদির চর, খান বাড়ী, পোঃ লেঙ্গুটিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-নতুন পাড়া, কবরস্থান রোড, কবরস্থান মোড়, আশ্রাফ আলী ম্যানসন, নীচতলা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।