শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
পতেঙ্গা মডেল থানার অভিযানে ১১০০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
পতেঙ্গা মডেল থানা টিম ২৫/০৫/২০২২ তাং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পতেঙ্গা মডেল থানাধীন এয়ারপোর্ট রোডস্থ পতেঙ্গা হোটেল এন্ড রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আব্দুর রহমান প্রকাশ রহমান আলী কে গ্রেফতার করেছে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরোও অভিযান পরিচালনা করে ইং ২৫/০৫/২০২২ তারিখ ৬.১০ মিনিটের সময় ডবলমুরিং মডেল থানার টহল পুলিশ সহ ডবলমুরিং মডেল থানাধীন নাছির মিয়ার কলোনী এলাকায় মোঃ আব্দুর রহমান প্রকাশ রহমান আলী এর ভাড়া ঘরে তার ব্যবহৃত কাঠের শোকেস হইতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তার পরিচয়ে জানাযায়,
মোঃ আব্দুর রহমান প্রকাশ রহমান আলী (৩৯), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা- মৃত আয়েশা বেগম, সাং- শ্যামলগ্রাম, রিক্সা আবুর বাড়ী, থানা- রামগতি, জেলা- ল²ীপুর, বর্তমানে- আগ্রাবাদ, মোঘলটুলী, ২৮ নং ওয়ার্ড অফিসের পাশে, নাছিরের ভাড়া ঘর, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম। বলে জানিয়েছেন।