রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
সিএমপি ডিবি’র অভিযানে ২৪০০ পিস ইয়াবা সহ ২ জন আটক
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
সিএমপি ডিবি দক্ষিণ বিভাগের ২২ নং টিম নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও চক মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪০০ পিস ইয়াবা সহ মোঃ দেলোয়ার হোসেন ও শারমিন বেগম কে আটক করেছে।
জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো তারা কক্সবাজার জেলাধীন মহেশখালী থানা এলাকার বিভিন্ন উৎস হতে কম দামে সংগ্রহ করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রয়ের জন্য অবস্থান করছিল।
মোঃ দেলোয়ার হোসেন(২৮), পিতা-মৃত জাফর আলী, মাতা- ময়েশা বেগম, সাং-উত্তর নুরভিলা, চালিয়াতলী, ০১নং ওয়ার্ড, কালামারছড়া ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-নুরু খাদেম এর ভাড়াটিয়া, সাহাজি রোড, উত্তর মোহরা, হামিদচর, থানা- চান্দগাও, জেলা- চট্টগ্রাম,
শারমিন বেগম(২৪), পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা- মরিয়ম বেগম, সাং- মাতারবাড়ী (মোস্তাফিজ এর বাড়ী), ০৫নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার, বর্তমানে- আব্বাসপাড়া বাজার, বাইপাস সড়ক (শাহজাহান এর ভাড়াটিয়া), থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম।
বলে জানান সিএমপি মিডিয়া।