শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
হালিশহর থানায় সিএনজি অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, চোরাইকৃত সিএনজি উদ্ধার।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
হালিশহর থানাধীন বি-ব্লক বাইতুল করিম জামে মসজিদ এর সামনে হতে ১৩/০৫/২১ ১.১৫ মিঃ এ অজ্ঞাত নামা চোরেরা একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।
ঐ অভিযোগের ভিত্তিতে এস আই শরিফ উদ্দিনের নেতৃত্বে হালিশহর থানা টিম চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন আমান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে এবং সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার আসামিরা
মোঃ রফিক (৪০), পিতা-মৃত সুন্দর আলী, মাতা-পারভীন আক্তার, সাং-সুরাইল, পশ্চিমপাড়া, দেলোয়ার মাষ্টার বাড়ী, থানা-কচুঁয়া, জেলা-চাঁদপুর বর্তমানে-আমতল, বৈশাখী মাঠের পশ্চিমে, জাবেদ ইনচার্জের ভাড়াঘর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।
মোঃ রকিব প্রঃ রাজিব (৪২), পিতা-মৃত সুন্দর আলী, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-সুরাইল, পশ্চিমপাড়া, দেলোয়ার মাষ্টার বাড়ী, থানা-কচুঁয়া, জেলা-চাঁদপুর বর্তমানে- সিআরবি ফাঁড়ির উপরে, মৌসুমীর বাংলা, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
মোঃ লিটন (৪০), পিতা-মৃত আব্দুল ওয়হাব, মাতা-রতন বিবি, স্ত্রী-রোজিনা আক্তার, সাং-সোনাছাগা, কাজী বাড়ী, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা বর্তমানে-মোল্লাপাড়া, এম এ সালাম স্কুলের বিপরীতে, থানা-ডবলমুরিং মডেল, জেলা-চট্টগ্রাম।
মোঃ রফিক (৪৭), পিতা-মৃত মোঃ সাইদুল, মাতা-রাজিয়া বেগম, স্ত্রী-জরিনা বেগম, সাং-গাছুয়া, মিয়াজী হাজীর বাড়ী, জসিমের ভাগিনা, লইজ্জাদের বাড়ীর পিছনে, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রকৃয়াধীন বলে জানিয়েছেন।