বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যেগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আমিরাবাদ ইউনিয়ন’র উদ্যেগে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র বিশেষ টিম কর্তৃক চট্টগ্রামের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেফতার বিএনপির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে  অভয়নগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। ধর্ষণ রোধ করতে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই: ছাত্রসেনা সীতাকুণ্ডের মানববন্ধনে বক্তারা চসিকের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম আটক পতেঙ্গায় পুলিশের উপর হামলা আটক – ২ নগরীর জলাবদ্ধতা নিরসনে মাইট্টে খাল খনন উদ্বোধন করলেন – মেয়র ডাঃ শাহাদাৎ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

গণধর্ষণের ঘটনা সংঘটনের ৭ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা আসামিদের কে সনাক্ত করে গ্রেফতার।

 

আকবরশাহ থানা এলাকায় গণধর্ষণের ঘটনা সংঘটনের ৭ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা আসামিদের কে সনাক্ত করে গ্রেফতার।

ডেক্স নিউজঃ-

ভিকটিম ২২ বৎসর বয়সে তরুণী। পরিবারের সাথে রাগ করে কুমিল্লা জেলা হতে চট্টগ্রামে আসে। পরবর্তীতে ভিকটিম কুমিল্লা ফেরত যাওয়ার চেষ্টা করলেও টাকা না থাকায় ট্রেন যোগে যেতে না পারায় রেললাইনের পাশ দিয়া পায়ে হেটে ০৭/০৫/২০২২খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় সিএমপি’র আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকাস্থ এনআর স্টীল মিলস সংলগ্ন মীর আউলিয়া মাজারের উত্তর পার্শ্বে একটি ঘরের সামনে ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় বসে থাকে|

তখন ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমকে তার বাড়ীতে তার পিতা-মাতার সাথে রাখবে এবং তাকে কাজ দিবে বলে। সেই সময় অপর ০২ জন অজ্ঞাতনামা ব্যক্তি সেইখানে আসে। তারপর ঐ ০৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমকে সেখান থেকে পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে দেওয়ালে ঘেরা একটি নির্জন নির্মাণাধীন বাড়ীর ভিতরে নিয়ে তাকে মারধর করতঃ জোরপূর্বক আসামীরা একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে।

সংবাদ প্রাপ্ত হয়ে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার পূর্বক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী সাক্ষী ও ভিকটিমের বর্ণনা মতে আসামীদের শনাক্ত করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে

মোঃ আরিফুল ইসলাম আরিফ(২৩) কে ০৭/০৫/২০২২খ্রিঃ তারিখ ৫.৩০ টার সময় সিএমপির আকবরশাহ থানাধীন জঙ্গল লতিফপুর পাহাড়ি এলাকা থেকে ও মোঃ নয়ন(২৯) কে ০৭/৫/২০২২ তারিখ ৭.৩০ মিঃ সময় সিএমপির আকবরশাহ থানাধীন পাকা রাস্তার মাথা এলাকা থেকে এবং আব্দুল লতিফ (২২) কে ০৭/০৫/২০২২ তারিখ ৯.৪০ টার সময় সিএমপির বন্দর থানাধীন পিসি রোড, নিমতলা এলাকায় হইতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে।

মোঃ নয়ন ও মোঃ আরিফুল ইসলাম আরিফ গতবছর কোতোয়ালি থানার একই অপরাধ প্রক্রিয়ার ঘটনায় তথা অপহরণ, মুক্তিপণ আদায়,ধর্ষণের ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনপ্রাপ্ত হয়।

মোঃ নয়ন(২৯), পিতা-সাইফুদ্দিন প্রকাশ সাইফুল মিস্ত্রি, মাতা-মুন্নি বেগম, সাং-কদুর খিল, চমদ আলীর বাড়ী, ডাকঘর-পশ্চিম কদুর খিল, ওয়ার্ড নং-০১, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- মীর আউলিয়া, মাজার রোড, বড় মাঠের পার্শ্বে, শাহাদতের বাড়ী, শাপলা আবাসিক এলাকা, থানা- আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম।

মোঃ আরিফুল ইসলাম আরিফ(২৩), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-নাজমা আক্তার, সাং-দক্ষিণ শ্রীহাশ্বর, ৭নং যোজ্ঞা ইউপি, হাজী তাজুল ইসলামের বাড়ী, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বর্তমানে- মীর আউলিয়া, এন.আর স্টীল, আবুল হোসেনের বাড়ী, রেললাইনের পার্শ্বে, থানা- আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম।

মোঃ আব্দুল লতিফ(২২), পিতা- মোঃ সোলাইমান, মাতা-রিনা আক্তার, সাং-নরিমপর, আলী আকবরের বাড়ী, ৮নং চিতশি ইউপি, পোষ্ট-নরিমপুর বাজার, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে-কর্নেল হাট, সিডিএ ৩নং রোড, দিদারের ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com