রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
সিএমপি ডিবি’র অভিযানে ভেজাল ‘অমিডন’ ঔষধ সহ ০১ জন আটক
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
সিএমপি ডিবি উত্তর বিভাগের ৩৪ নং টিম কোতোয়ালী থানাধীন হাজারী লেইন এর আলোময়ী ড্রাগ হাউজ নামক দোকানে অভিযান পরিচালনা করে ভেজাল মিশ্রিত ২০ প্যাকেটে ১৯৬০ টি অমিডন ট্যাবলেট সহ দোকানের মালিক কনিক দে কে হাতেনাতে আটক করে।
জিজ্ঞাসাবাদে দোকানের মালিক কনিক দে জানায় যে, সে বেশী লাভের আশায় কমদামে ভেজাল মিশ্রিত অমিডন ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
কনিক দে(২৬), পিতা-মনোতোষ দে, মাতা-সীমা রানী দে, সাং-গাছবাড়ীয়া (হিন্দু পাড়া) ডাঃ সন্তোষ এর বাড়ি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-আলোময়ী ড্রাগ হাউজ, হাজারী লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, প্রোপাইটার-আলোময়ী ড্রাগ হাউজ, হাজারী লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম। বলে জানাগেছে।