রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
বাকলিয়া থানার অভিযানে বিপুল পরিমান ভেজাল জুস সহ ২জন গ্রেফতার
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং ২৬ শে এপ্রিল বাকলিয়া থানাধীন তক্তারপুল আবদুল সোবহান রোড বিসমিল্লাহ কলোনীর গলির মুখে শোয়েব মঞ্জিল নামীয় বাসা থেকে ৭৯২০ পিচ লিচি ড্রিংক, ১২০০ পিচ অরেঞ্জ কালারের আইস ললি, ২ বস্তা লিচি ড্রিংকের সাদা খালি বোতল, ইমানদার আইস ললি আইসপপ নামীয় লেভেল মোট ৮০০০ পিচ, ১টি হালকা লাল রং এর মিক্সার মেশিন, হিটার মেশিন ১টি, কমলা রং এর কাপ সিলার মেশিন ৩টি, ১টি মেয়াদোর্ত্তীর্ণ সীল সহ খোরশেদ আলম প্রকাশ জিহান ও মোঃ জাহাঙ্গীর আলমকে হাতেনাতে গ্রেফতার করে।
খোরশেদ আলম প্রকাশ জিহান (৩১), পিতা- মৃত শাহ আলম, মাতা- জান্নাতুল ফেরদৌস, সাং- ইলশা, ইউসুফ মাঝির বাড়ী, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- কালামিয়া বাজার, স্ট্যান্ড ব্যাংকের পাশের বিল্ডিং, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম,
মোঃ জাহাঙ্গীর আলম(৫২), পিতা- মৃত গোলাম হোসেন, মাতা- উম্মে কুলসুম, সাং- দক্ষিণ কাঞ্চনা, ০৪নং ওয়ার্ড, বকশিরখিল, গোলাম হোসেন মেম্বার বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- কালামিয়া বাজার, স্ট্যান্ড ব্যাংকের পাশের বিল্ডিং, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম।
বাকুলিয়া থানায় তাদের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রকৃয়া চলছে।